আবু ধাবি: আইপিএলে নতুন নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বলের হিসাবে সবচেয়ে বড় জয় শাহরুখ খান-জুহি চাওলার দলের। ৬০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল কেকেআর। এর আগে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিলেন নাইটরা। তবে সোমবারের বিরাট কোহলির বাহিনীকে হারিয়ে সেই রেকর্ড ছাপিয়ে গেল কেকেআর।
পয়েন্ট টেবিলেও কিছুটা অক্সিজেনের সন্ধান পেলেন নাইটরা। বহুমূল্য ২ পয়েন্ট ঘরে তুলল কেকেআর। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচ নম্বরে উঠে এল শাহরুখের দল।
লক্ষ্য মাত্র ৯৩ রান! তবে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন নাইটদের দুই ওপেনার শুভমন গিল ও বেঙ্কটেশ আইয়ার। ৩৪ বলে ৪৮ রান করেন শুভমন। হাফসেঞ্চুরি থেকে মাত্র ২ রান আগে তাঁকে ফেরান যুজবেন্দ্র চাহাল। আইয়ার ২৭ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। কেকেআরের জার্সিতে অভিষেক ম্যাচেই নজর কেড়েছে তাঁর সুইচ হিট। ১০ ওভারে ৯৪/১ তুলে নেয় কেকেআর।
টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন যে, অধিনায়ক হিসাবে এটাই তাঁর শেষ আইপিএল। তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেই খেলতে চান। তবে তা শুধু ব্যাটসম্যান হিসাবে। অধিনায়কের সেই ঘোষণা কি নেতিবাচক কোনও প্রভাব ফেলল আরসিবি শিবিরে? তা নাহলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আবু ধাবিতে আরসিবির ব্যাটিং বিপর্যয়ের আর কী-ই বা ব্যাখ্যা থাকতে পারে!
সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৯ ওভারে মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাট হাতে ব্যর্থ বিরাট, এ বি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে আইপিএলে দুশোতম ম্য়াচ খেললেন কোহলি। কোনও একটি দলের হয়ে আইপিএলে দুশো ম্যাচ খেলে ফেললেন কোহলি। যে নজির আর কারও নেই। মজার ব্যাপার হল, আইপিএলে কোহলি তাঁর প্রথম ম্যাচটি খেলেছিলেন কেকেআরের বিরুদ্ধেই। সোমবার যাদের বিরুদ্ধে দুশোতম ম্য়াচটিও খেললেন কোহলি।
তবে ব্যাট হাতে কোহলির দুশোতম ম্যাচ সুখকর হল না। কারণ, বাউন্ডারি মেরে শুরু করলেও, মাত্র ৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে এলবিডব্লিউ হয়ে গেলেন বিরাট। প্রসিদ্ধ কৃষ্ণর চকিতে ভেতরে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি। রিভিউ নিলেও লাভ হয়নি। তৃতীয় আম্পায়ারও কোহলিকে আউট ঘোষণা করেন। এরপরেই দেবদত্ত পড়িক্কলকে (২০ বলে ২২ রান) ফিরিয়ে আরসিবি শিবিরে ধাক্কা লকি ফার্গুসনের। এ বি ডিভিলিয়ার্সকে প্রথম বলেই বোল্ড করে আরসিবি ইনিংসে জোরাল ধাক্কা দেন আন্দ্রে রাসেল। আরসিবির স্কোর দাঁড়ায় ৫২/৪। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি কোহলিদের ইনিংস। এক ওভার বাকি থাকতে অল আউট হয়ে যায়।
আন্দ্রে রাসেল ৩ ওভারে মাত্র ৯ রানে তিন উইকেট নেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৩ রানে নেন তিন উইকেট। লকি ফার্গুসন ২টি ও প্রসিদ্ধ কৃষ্ণ এক উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা হয়েছেন বরুণ।