আবু ধাবি: রোহিত শর্মা হোক বা মহেন্দ্র সিংহ ধোনি, আইপিএলে বিরাট কোহলির (Virat Kohli) এই কীর্তি কোনও মহাতারকারই নেই। রবিবার যে নজির গড়লেন কোহলি।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে আইপিএলে দুশোতম ম্য়াচ খেললেন কোহলি। কোনও একটি দলের হয়ে আইপিএলে দুশো ম্যাচ খেলে ফেললেন কোহলি। যে নজির আর কারও নেই। মজার ব্যাপার হল, আইপিএলে কোহলি তাঁর প্রথম ম্যাচটি খেলেছিলেন কেকেআরের বিরুদ্ধেই। সোমবার যাদের বিরুদ্ধে দুশোতম ম্য়াচটিও খেললেন কোহলি।


তবে ব্যাট হাতে কোহলির দুশোতম ম্যাচ সুখকর হল না। কারণ, বাউন্ডারি মেরে শুরু করলেও, মাত্র ৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর বলে এলবিডব্লিউ হয়ে গেলেন বিরাট। প্রসিদ্ধ কৃষ্ণর চকিতে ভেতরে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি। রিভিউ নিলেও লাভ হয়নি। তৃতীয় আম্পায়ারও কোহলিকে আউট ঘোষণা করেন।


কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন যে, বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়বেন তিনি। এবার আইপিএলেও নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন বিরাট। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কোহলি জানিয়েছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসাবে এটাই তাঁর শেষ আইপিএল। এরপর তিনি খেলবেন শুধু ব্যাটসম্যান হিসাবে।


রবিবার আরসিবির সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিরাট বলেছেন, 'আরসিবির অধিনায়ক হিসাবে এটাই আমার শেষ আইপিএল। কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচ পর্যন্ত আরসিবির হয়েই খেলব। আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং সমর্থন করার জন্য সমস্ত আরসিবি ভক্তদের ধন্যবাদ। এটা একটা ছোট্ট থামা, সব কিছুর শেষ নয়।'


বিরাট যোগ করেছেন, 'আজ সন্ধেবেলা গোটা দলের সঙ্গে আমি কথা বলেছি। ম্যানেজমেন্টের সঙ্গেও কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই চিন্তাটা আমার মাথায় ঘুরছিল। আমি কয়েকদিন আগে জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বও ছেড়েছি। নিজের পরিশ্রমক্ষমতাকে ঠিকমতো কাজে লাগাতে চাই। গত কয়েক বছরে প্রবল চাপ নিয়ে খেলেছি। আমার মনে হয়েছিল নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য আমার সময় দরকার। পরের নিলামে দলেরও একটা সন্ধিক্ষণ যাবে। তার আগে আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচ পর্যন্ত এই দলের হয়েই খেলব। প্রথম দিন থেকে এই দায়বদ্ধতা মেনে চলেছি।'