KKR vs DC Live: রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে ৩ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালে কেকেআর

IPL 2021, Match 59, KKR vs DC: আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

abp ananda Last Updated: 13 Oct 2021 11:16 PM
KKR vs DC LIVE: ৩ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে কেকেআর

অশ্বিনের বলে ছক্কা মেরে কেকেআরকে নাটকীয়ভাবে ম্যাচ জেতালেন রাহুল ত্রিপাঠি। ৩ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে কেকেআর।

KKR vs DC LIVE: অশ্বিনের বলে কোনও রান না করেই ফিরলেন সুনীল নারাইন

অশ্বিনের বলে কোনও রান না করেই ফিরলেন সুনীল নারাইন। ২ বলে কেকেআরের চাই ৬ রান।

KKR vs DC LIVE: অশ্বিনের বলে এলবিডব্লিউ শাকিব

অশ্বিনের বলে এলবিডব্লিউ শাকিব আল হাসান। রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে ম্যাচ। ৩ বলে ৬ রান চাই কেকেআরের।

KKR vs DC LIVE Score: শেষ ওভারে ম্যাচ জেতার জন্য নাইটদের চাই ৭ রান

এনরিক নোখিয়ার বলে বোল্ড অইন মর্গ্যান (০)। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য নাইটদের চাই ৭ রান।

KKR vs DC: কাগিসো রাবাডার বলে বোল্ড দীনেশ কার্তিক

কাগিসো রাবাডার বলে বোল্ড দীনেশ কার্তিক। ১২ বলে ম্য়াচ জিততে আর ১০ রান চাই কেকেআরের।

KKR vs DC: ১৬ ওভারে কেকেআর ১২৩/২

এনরিক নোখিয়ার বলে ফিরলেন নীতিশ রানা (১৩)। ১৬ ওভারে কেকেআর ১২৩/২।

KKR vs DC Live: ৩০ বলে ম্যাচ জিততে আর ২৩ রান দরকার কেকেআরের

১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ১১৩/১। ৩০ বলে ম্যাচ জিততে আর ২৩ রান দরকার কেকেআরের।

KKR vs DC LIVE SCORE UPDATE: ৪১ বলে ৫৫ রান করে আউট হলেন বেঙ্কটেশ আইয়ার

৪১ বলে ৫৫ রান করে আউট হলেন বেঙ্কটেশ আইয়ার। ১২.২ ওভারে কেকেআরের স্কোর ৯৬/১।

KKR vs DC LIVE: ৯ ওভারের শেষে নাইটদের স্কোর ৬৭/০

দিল্লির বিরুদ্ধে জয়ের রাস্তায় এগোচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ওভারের শেষে নাইটদের স্কোর ৬৭/০।

KKR vs DC Live Score Update: ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৫১ রান

ভাল শুরু কেকেআরের। ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৫১ রান।

KKR vs DC LIVE: চার মেরে শুরু করলেন শুভমন

বাউন্ডারি মেরে ইনিংস শুরু করলেন শুভমন গিল। প্রথম ওভারের শেষে কেকেআরের স্কোর ৬/০।

KKR vs DC LIVE: ২০ ওভারে কেকেআরের বিরুদ্ধে দিল্লি তুলল ১৩৫/৫

নির্ধারিত ২০ ওভারে কেকেআরের বিরুদ্ধে দিল্লি তুলল ১৩৫/৫।

KKR vs DC LIVE: রান আউট হয়ে গেলেন শিমরন

রান আউট হয়ে গেলেন শিমরন হেটমায়ার (১০ বলে ১৭ রান)। ১৮.৩ ওভারে দিল্লির স্কোর ১১৭/৫।

KKR vs DC: বরুণের বলে আউট হয়েও প্রাণরক্ষা শিমরনের

বরুণ চক্রবর্তীর বলে শিমরন হেটমায়ারের ক্যাচ ধরেছিলেন শুভমন গিল। কিন্তু নো বল হওয়ায় প্রাণরক্ষা হেটমায়ারের। তখন ৩ রানে ছিলেন ক্যারিবিয়ান তারকা।

KKR vs DC LIVE Score: ৬ রানে ফিরলেন ঋষভ

লকি ফার্গুসনের বলে রাহুল ত্রিপাঠির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ঋষভ পন্থ (৬)। ১৫.২ ওভারে দিল্লির স্কোর ৯০/৪।

KKR vs DC LIVE: ১৪.১ ওভারে দিল্লির স্কোর ৮৩/৩

শিবম মাভির বলে ফিরলেন মার্কাস স্টোইনিস (১৮)। শিখর ধবনকে (৩৬) ফেরালেন বরুণ চক্রবর্তী। ১৪.১ ওভারে দিল্লির স্কোর ৮৩/৩।

KKR vs DC LIVE: ১০ ওভারের শেষে দিল্লির স্কোর ৬৫/১

১০ ওভারের শেষে দিল্লির স্কোর ৬৫/১।

KKR vs DC LIVE Score Update: ৭ ওভারের শেষে দিল্লির স্কোর ৪৯/১

৭ ওভারের শেষে দিল্লির স্কোর ৪৯/১। ক্রিজে শিখর ধবন ও মার্কাস স্টোইনিস।

KKR vs DC LIVE Score Update: ১২ বলে ১৮ রান করে ফিরলেন পৃথ্বী

দিল্লি শিবিরে ধাক্কা বরুণ চক্রবর্তীর। ১২ বলে ১৮ রান করে ফিরলেন পৃথ্বী শ। ৪.১ ওভারে দিল্লির স্কোর ৩২/১।

KKR vs DC LIVE: ঝোড়ো শুরু দিল্লির

৩ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৮/০।

KKR vs DC LIVE: কারানের পরিবর্তে স্টোইনিস

ফিট হয়ে উঠেছেন মার্কাস স্টোইনিস। টম কারানকে বাদ দিয়ে তাঁকে খেলাচ্ছে দিল্লি।

KKR vs DC LIVE: রাসেলকে ছাড়াই মাঠে নামছে কেকেআর

দলে কোনও পরিবর্তন করল না কেকেআর। অর্থাৎ, মাঠের বাইরেই থাকতে হচ্ছে আন্দ্রে রাসেলকে।

প্রেক্ষাপট

শারজা: আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকায় ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাবে ঋষভ পন্থের দল। আজ কলকাতার বিরুদ্ধে খেলতে নামবে তারা। অন্যদিকে রুদ্ধশ্বাস ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনালের দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।


দিল্লি তাঁদের আগের ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেও হেরে গিয়েছে। ওপেনিংয়ে পৃথ্বী শ ফর্মে ফিরেছেন। মিডলো অর্ডারে অধিনায়ক ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার ও শিমরন হেটমায়ের ৩ জনই মূল ভরসা দলের ব্যাটিং লাইন আপে। আগের ম্যাচে শ্রেয়সের ব্যাটে রান আসেনি। তবে কলকাতার বিরুদ্ধে শ্রেয়স রানে ফিরলে চাপ বাড়বে মর্গ্যানদের। বোলিং ডিপার্টমেন্ট এই বছর দিল্লির অন্যতম সেরা। কারণ আবেশ খান, কাগিসো রাবাদা ও আনরিচ নোখিয়া ৩ পেসারই বিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রেখেছে। এছাড়া স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন।


কলকাতা শিবির তাঁদের শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন। নাইট শিবিরে রাসেল বুধবার প্রথম একাদশে ফেরেন কিনা তা দেখার। শাকিব আগের ম্যাচেও খেলেছেন। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। নাইট অধিনায়ক অইন মর্গ্যান বলেছিলেন যে শেষ মুহুর্ত পর্যন্ত রাসেলের ফিটনেস দেখা হবে। আজকের ম্যাচে রাসেলকে পাওয়া যায় কিনা তা দেখার। এমনিতে এই ম্যাচে দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইন আপের লড়াই কলকাতার ২ স্পিন মায়েস্ত্রো সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে। ২ জনের ৮ ওভার কীভাবে সামলাতে পারেন দিল্লির ব্যাটসম্যানরা সেদিকেি নজর থাকবে সবার। এছাড়া পাস বিভাগে লকি ফার্গুসনের গতি প্লাস পয়েন্ট নাইটদের কাছে। 


ক্যাপিটালসের মধ্যেকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। এছাড়া অন লাইনে এই ম্যাচটি দেখা যাবে হটস্টারে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.