KKR vs PBKS Live: কেকেআরকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল জমিয়ে দিল পঞ্জাব

IPL 2021, Match 45, KKR vs PBKS: আইপিএলে শুক্রবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। যে ম্যাচ বরাবর বাড়তি গুরুত্ব পেয়ে এসেছে। কারণ এই ম্যাচ মানে তো জড়িয়ে পড়বে বলিউড।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Oct 2021 11:32 PM
KKR vs PBKS Live Updates: ৫ উইকেটে জয়ী পঞ্জাব

শেষ ওভারে নাটক। পঞ্জাবের সেরা ব্যাটসম্যান কে এল রাহুলকে (৬৭ রান) ফিরিয়ে দিলেন বেঙ্কটেশ আইয়ার। তবে পরের বলে ছক্কা মেরে পঞ্জাবকে জেতালেন শাহরুখ খান। যদিও বাউন্ডারি লাইনে বলের নাগাল পেয়ে গিয়েছিলেন রাহুল ত্রিপাঠি। যদিও বল তাঁর হাতে লেগে ছয় হয়ে যায়। ৫ উইকেটে জয়ী পঞ্জাব।

KKR vs PBKS Live Updates: ম্যাচ জিততে শেষ ওভারে পঞ্জাবের চাই ৫ রান

১৯ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ১৬১/৪। ম্যাচ জিততে শেষ ওভারে পঞ্জাবের চাই ৫ রান।

KKR vs PBKS Live Updates: রাহুলের ক্যাচ নিয়ে নাটক

ঊনিশতম ওভারে নাটক। শিবম মাভির বলে বাউন্ডারি লাইলে কে এল রাহুলের ক্যাচ ধরেন রাহুল ত্রিপাঠি। মাঠের আম্পায়ার আউট দেন। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে জানান যে, বল মাটিতে পড়ে গিয়েছিল। নট আউট দেন রাহুলকে।

KKR vs PBKS LIVE: রাহুল ত্রিপাঠির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দীপক হুডা

শিবম মাভির বলে রাহুল ত্রিপাঠির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দীপক হুডা। পঞ্জাব ১৩৪/৪।

KKR vs PBKS LIVE: শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মারক্রাম

সুনীল নারাইনের বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এইডেন মারক্রাম (১৮)। পঞ্জাবের স্কোর ১২৯/৩।

KKR vs PBKS Live Updates: রাহুলের হাফসেঞ্চুরি

১৫ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ১২১/২। ৪৪ বলে ৫৩ রান করে ক্রিজে কে এল রাহুল।

KKR vs PBKS Live Updates: বরুণের বলে ফিরলেন পুরান

ফের ঘাতক বরুণ চক্রবর্তী। তাঁর বলে ফিরলেন নিকোলাস পুরান (৭ বলে ১২ রান)। পঞ্জাবের স্কোর ৮৪/২।

KKR vs PBKS Live Updates: ৪০ রান করে আউট হলেন ময়ঙ্ক

বরুণ চক্রবর্তীর ডেলিভারিতে ২৭ বলে ৪০ রান করে আউট হলেন ময়ঙ্ক অগ্রবাল। পঞ্জাবের স্কোর ৯ ওভারে ৭১/১।

KKR vs PBKS Live Updates: পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৬৩

৮ ওভারের শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৬৩ রান।

KKR vs PBKS LIVE: পঞ্জাব কিংসের স্কোর বিনা উইকেটে ৩০

৪ ওভারের শেষে পঞ্জাব কিংসের স্কোর বিনা উইকেটে ৩০ রান।

KKR vs PBKS Live Updates: পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৭

১ ওভারের শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৭ রান।

KKR vs PBKS Live Updates: ২০ ওভারে কেকেআর তুলল ১৬৫/৭

ইনিংসের শেষ বলে বোল্ড দীনেশ কার্তিক (১১ বলে১১ রান)। নির্ধারিত ২০ ওভারে কেকেআর তুলল ১৬৫/৭।

KKR vs PBKS Live Updates: রান আউট হলেন টিম সিফার্ট

৪ বলে ২ রান করে রান আউট হলেন টিম সিফার্ট। কেকেআর ১৫৬/৬।

KKR vs PBKS Live: ১৮ বলে ৩১ রান করে অর্শ্বদীপের বলে আউট হলেন নীতিশ

মাত্র ১৮ বলে ৩১ রান করে অর্শ্বদীপের বলে আউট হলেন নীতিশ রানা। ১৭.৪ ওভারে কেকেআরের স্কোর ১৪৯/৫।

KKR vs PBKS Live Updates: শামির বলে আউট মর্গ্যান

অইন মর্গ্যানের ব্যাটিং ব্যর্থতা চলছে। মাত্র ২ রান করে মহম্মদ শামির বলে আউট হলেন। কেকেআর ১২৪/৪।

KKR vs PBKS Live Updates: ৪৯ বলে ৬৭ রান করে আউট বেঙ্কটেশ

৪৯ বলে ৬৭ রান করে আউট হলেন বেঙ্কটেশ আইয়ার। কেকেআরের স্কোর ১২০/৩।

KKR vs PBKS Live Updates: হাফসেঞ্চুরি আইয়ারের

২৬ বলে ৩৪ রান করে ফিরলেন রাহুল ত্রিপাঠি। ৩৯ বলে হাফসেঞ্চুরি বেঙ্কটেশ আইয়ারের। আইপিএলে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি। ১৩ ওভারে কেকেআরের স্কোর ১০৪/২।

KKR vs PBKS Live Updates: ১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ৭৬

১০ ওভারের শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ৭৬ রান। ৩৩ বলে ৪৪ রান করে ক্রিজে আইয়ার।

KKR vs PBKS LIVE: ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪৮/১

পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ৪৮/১।

KKR vs PBKS Live: অর্শ্বদীপের বলে ফিরলেন শুভমন

নাইট শিবিরে প্রথম ধাক্কা পঞ্জাবের। অর্শ্বদীপের বলে ফিরলেন শুভমন গিল। কেকেআরের স্কোর ১৮/১।

KKR vs PBKS: প্রথম ওভারে ফ্যাবিয়েন অ্যালেনকে জোড়া বাউন্ডারি বেঙ্কটেশ আইয়ারের

ঝোড়ো শুরু কেকেআরের। প্রথম ওভারে ফ্যাবিয়েন অ্যালেনকে জোড়া বাউন্ডারি বেঙ্কটেশ আইয়ারের। এক ওভারে স্কোর ১০/0।

KKR vs PBKS Live: ফার্গুসনের পরিবর্তে কেকেআর খেলাচ্ছে টিম সিফার্টকে

লকি ফার্গুসনের পরিবর্তে কেকেআর খেলাচ্ছে টিম সিফার্টকে। নাইট জার্সিতে অভিষেক হচ্ছে কিউয়ি পেসারের।

KKR vs PBKS Live: পঞ্জাবের বিরুদ্ধে চোটের জন্য নেই রাসেল ও ফার্গুসন

জোড়া ধাক্কা কেকেআরের। পঞ্জাবের বিরুদ্ধে চোটের জন্য নেই আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসন।

প্রেক্ষাপট

দুবাই: আইপিএলে শুক্রবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। যে ম্যাচ বরাবর বাড়তি গুরুত্ব পেয়ে এসেছে। কারণ এই ম্যাচ মানে তো জড়িয়ে পড়বে বলিউড।


একদিকে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। অন্যদিকে পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। পর্দায় যাঁদের রসায়ন সকলকে মন্ত্রমুগ্ধ করেছে। বীর-জারা তো গোটা বিশ্বে সমাদৃত হয়েছিল।


কেকেআর বনাম পঞ্জাব ম্যাচকে তাই বীর-জারার লড়াই বলা হয়। আর এই ম্যাচে তৈরি হয় অদ্ভূত সব দৃশ্য। একদিকে মাঠে যখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের, তখন গ্যালারিতে দুই বন্ধু শাহরুখ-প্রীতি। ম্যাচের পর যাঁরা একে অপরকে আলিঙ্গন করবেন। ২০১৪ সালের আইপিএলের ফাইনালে পঞ্জাবকে হারিয়েই ট্রফি জিতেছিল কেকেআর। আর ম্যাচের পর জার্সি বিনিময় করেছিলেন শাহরুখ ও প্রীতি। বিষণ্ণ পঞ্জাব মালকিনকে সান্ত্বনা দিয়েছিলেন কিংগ খান।


শুক্রবার অবশ্য গ্রুপ পর্বের ম্যাচ। আর দুই দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। দুই দলই ১১টি করে ম্যাচ খেলেছে। কেকেআরের পয়েন্ট ১০। টেবিলে চার নম্বরে রয়েছে শাহরুখের দল। সমসংখ্যক ম্যাচ খেলে পঞ্জাবের পয়েন্ট ৮। টেবিলে ৬ নম্বরে রয়েছে প্রীতির দল। শুক্রবার হেরে গেলে পঞ্জাবের প্লে অফের স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে। কেকেআর জিতলে প্লে অফের দিকে আরও এক কদম এগিয়ে যাবে। আর হারলে পড়তে হবে অঙ্কের জাঁতাকলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.