KKR vs PBKS LIVE: পঞ্জাবকে পাঁচ উইকেটে হারিয়ে পাঁচে কেকেআর

IPL 2021 LIVE Updates, Kolkata Knight Riders and Punjab Kings match: চলতি আইপিএলে পরপর ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সকলের নীচে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Apr 2021 07:26 PM
KKR vs PBKS LIVE Score: ৩.২ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নিল কেকেআর

পঞ্জাব কিংসকে হেলায় হারাল কেকেআর। শুরুর দিকে পরপর কয়েকটি উইকেট পড়ে যাওয়ার পরও ২০ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেলেন অইন মর্গ্যান-দীনেশ কার্তিকরা। বীর-জারার লড়াইয়ে জিতে আইপিএলের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এল কেকেআর।

KKR vs PBKS LIVE Score: রান আউট রাসেল, কেকেআর ৯৮/৫

রাহুল ত্রিপাঠির পর আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেলও। রান আউট হয়ে গেলেন ক্যারিবিয়ান তারকা। ৯৮ রানে ৫ উইকেট হারাল কেকেআর।

KKR vs PBKS LIVE Score: ত্রিপাঠি-মর্গ্যানের ৫০ রানের পার্টনারশিপ

৩৬ বলে ৫০ রানের পার্টনারশিপ রাহুল ত্রিপাঠি (২৮*) ও অইন মর্গ্যানের (২৪*)। ৯ ওভারের শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৬৮।

KKR vs PBKS LIVE Score: ইনিংস থিতু করার কাজ চালাচ্ছেন ত্রিপাঠি-মর্গ্য়ান

প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে কেকেআরের ইনিংস থিতু করার কাজ চালাচ্ছেন রাহুল ত্রিপাঠি (১৫*) ও অইন মর্গ্যান (১৬*)। পাওয়ার প্লে-র ছয় ওভারের শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৪২।

KKR vs PBKS LIVE Score: সাজঘরে ফিরলেন নারাইনও

খাতা না খুলতে পেরে সাজঘরে সুনীল নারাইনও। প্রায় ৩০ মিটার দৌড়ে দুরন্ত ক্যাচ রবি বিষ্ণোইয়ের। অল্পের জন্য রান আউট বাঁচালেন রাহুল ত্রিপাঠি। ৪ ওভারের শেষে কেকেআরের স্কোর ২৭ রান। আপাতত ক্রিজে ত্রিপাঠির সঙ্গে অইন মর্গ্য়ান।

KKR vs PBKS LIVE Score: শুরুতেই জোড়া ধাক্কা নাইটদের

ইনিংসের শুরুতেই জোড়া ধাক্কা নাইটদের। প্রথমে মোয়েস অনরিকসের বলে শূন্য রানে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন নীতিশ রানা। দ্বিতীয় ওভারেই শুভমন গিলকে (৯) লেগ বিফোর করেন মহম্মদ শামি। ২ ওভারের শেষে ২ উইকেটে কেকেআরের স্কোর ১০ রান।

KKR vs PBKS LIVE Score: জর্ডানের লড়াইয়ে পঞ্জাব তুলল ১২৩

পঞ্জাবের ব্যাটিং বিপর্যয়ের দিন ব্যাট হাতে দলকে কিছুটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিলেন ক্রিস জর্ডান। ইংরেজ পেসার ব্যাট হাতে ১৮ বলে করলেন ৩০ রান। প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হওয়ার আগে ১টি চার ও ৩টি ছক্কা মেরে গেলেন তিনি। ২০ ওভারে পঞ্জাব তুলল ১২৩/৯।

KKR vs PBKS LIVE Score: ৯৮ রানে ৭ উইকেট হারাল পঞ্জাব

১৮ ওভারের শেষে পঞ্জাব কিংসের স্কোর ৭ উইকেটে ৯৮ রান। ১৪ বলে ১৩ রান করার পর প্রসিদ্ধ কৃষ্ণর বলে ফিরে গেলেন শাহরুখ খান।

KKR vs PBKS LIVE Score: পুরানকে ফেরালেন বরুণ চক্রবর্তী

নিকোলাস পুুরানকে ফিরিয়ে দিলেন বরুণ চক্রবর্তী। বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন তিনি। ১৯ বলে ১৯ রান করে। পরের ওভারে সুনীল নারাইন খরচ করলেন ৯ রান। ১৬ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৯১/৬।

KKR vs PBKS LIVE Score: নারাইনের বলে বোল্ড অনরিকস

সুনীল নারাইনের বলে বোল্ড হয়ে গেলেন মোয়েস অনরিকস। ১৪ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৭৮/৫।

KKR vs PBKS LIVE Score: ময়ঙ্কের উইকেট তুললেন নারাইন

সুনীল নারাইনের বলে আউট ময়ঙ্ক অগ্রবাল। ৩৪ বলে ৩১ রান করে ফিরলেন তিনি। দারুণ ক্যাচ রাহুল ত্রিপাঠির। ১২ ওভারের শেষে পঞ্জাব ৬৩/৪।

KKR vs PBKS LIVE Score: ১১ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৬০/৩

১১ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৬০ রান। ৩২ বলে ৩১ রান করে ক্রিজে ময়ঙ্ক অগ্রবাল। ৫ রানে অপরাজিত নিকোলাস পুরান।

KKR vs PBKS LIVE Score: কৃষ্ণর বলে আউট হুডা

প্রসিদ্ধ কৃষ্ণর বলে ৪ বলে মাত্র ১ রান করে আউট হলেন দীপক হুডা। পঞ্জাবের স্কোর ৪২/৩।

KKR vs PBKS LIVE Score: মাভির বলে ফিরলেন গেল

পরপর দু ওভারে আউট কে এল রাহুল ও ক্রিস গেল। শিবম মাভির বলে কট বিহাইন্ড হয়ে গেলেন গেল। পঞ্জাবের স্কোর ৩৮/২।

KKR vs PBKS LIVE Score: রাহুলকে ফেরালেন কামিন্স

কে এল রাহুলকে (২০ বলে ১৯ রান) ফেরালেন প্যাট কামিন্স। ৬ ওভারে পঞ্জাবের স্কোর ৩৭/১।

KKR vs PBKS LIVE Score: ৪ ওভারে বিনা উইকেটে ২৭ পঞ্জাবের

৪ ওভারের শেষে পঞ্জাব কিংস তুলল বিনা উইকেটে ২৭ রান।

KKR vs PBKS LIVE Score: কামিন্সের ওভারে উঠল ১২ রান

দু ওভারে পঞ্জাবের স্কোর ১৪/০। প্যাট কামিন্সের ওভারে একটি ছক্কা ও একটি চার, ১২ রান তুলল পঞ্জাব।

KKR vs PBKS LIVE: প্রথম ওভারে বিনা উইকেটে ২ রান পঞ্জাবের

প্রথম ওভারে বিনা উইকেটে ২ রান পঞ্জাব কিংসের।

KKR vs PBKS LIVE: কেকেআর দলে কোনও পরিবর্তন নেই

আগের ম্যাচের দলই খেলাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দলে কোনও পরিবর্তন নেই। পঞ্জাব একটি পরিবর্তন করেছে। ফ্যাবিয়েন অ্যালেনের পরিবর্তে খেলছেন ক্রিস জর্ডান।

প্রেক্ষাপট

আমদাবাদ: চলতি আইপিএলে পরপর ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সকলের নীচে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারের পর কেকেআরের অধিনায়ক অইন মর্গ্যান ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছিলেন। এই পরিস্থিতিতে সোমবার আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসের মুখোমুখি কেকেআর। যে ম্যাচ আইপিএলের ইতিহাসে বরাবরই চিহ্নিত হয়ে এসেছে বীর-জারার দ্বৈরথ হিসাবে। দুই দলের দুই মালিক যে সুপারহিট বীর-জারা সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন। শাহরুখ খান ও প্রীতি জিন্টা। মাঠের বাইরে তাঁরা ভীষণ ঘনিষ্ঠ বন্ধু। আর মাঠে কি না তাঁদেরই দলের সম্মুখসমর! কারা জিতবে, বীরের কেকেআর? নাকি জারার পঞ্জাব?


ওপেনিং নিয়ে সমস্যায় কেকেআর। শুভমন গিল ছন্দে নেই। পাওয়ার প্লে-তে নাইটদের মন্থর ব্যাটিং নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আগের ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে পাওয়ার প্লে-র ৬ ওভারে আটকে গিয়েছিল কেকেআরের রান ওঠার গতি। সোমবার হয়তো শুভমন-নীতিশ রানার ওপেনিং জুটির ওপরই ভরসা রাখবে দল। তবে হাতে সুনীল নারাইনের বিকল্প রয়েছে। প্রয়োজনে নারাইনকে ওপরের দিকে ব্যাট করতে পাঠানো হতে পারে। এমনকী, ওপেনিংও করানো হতে পারে। যাতে শুরুর দিকে বড় শট খেলে মিডল অর্ডারকে চাপমুক্ত করে দেন ক্যারিবিয়ান ক্রিকেটার।


অন্যদিকে পঞ্জাবের আবার সবচেয়ে বড় শক্তি তাদের ওপেনাররাই। অধিনায়ক কে এল রাহুল ছন্দে। রানের মধ্যে রয়েছেন ময়ঙ্ক অগ্রবাল ও ক্রিস গেলও। তাই সোমবার নাইট বোলারদের জন্য কঠিন পরীক্ষা।


এক নজরে দুই দল


কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, সুনীল নারাইন, অইন মর্গ্য়ান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।


পঞ্জাব কিংস: কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়ঙ্ক অগ্রবাল, ক্রিস গেল, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, মোয়েস অনরিকস, ক্রিস জর্ডান, রবি বিষ্ণোই, মহম্মদ শামি ও অর্শদীপ সিংহ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.