চেন্নাই: আইপিএলের আগে ফের কি চেহারা বদলে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি?

Continues below advertisement


ধোনির একটি লুক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যেখানে ধোনিকে দেখা যাচ্ছে রকস্টারের মতো চেহারায়। রঙিন চুল। বাহারি পোশাক। গায়ে লেদার জ্য়াকেট। হাতে রিস্টলেট। ধোনির যে চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।


বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের তরফে এমএস ধোনির একটি নতুন ছবি পোস্ট করা হয়েছে। ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা। অনেকের অনুমান, ধোনির নতুন চেহারাটি সংযুক্ত আরব আমিরাশাহিতে আইপিএলের বাকি অংশ শুরু হওয়ার আগে একটি বাণিজ্যিক প্রচারের অংশ।


স্টার স্পোর্টস ছবিটি শেয়ার করে লিখেছে, "#এমএসধোনি #VIVOIPL এর আগে নতুন কিছু করার জন্য! আসল ছবি এখনও বাকি আছে! #AsliPictureAbhiBaakiHai।"


অর্ধসমাপ্ত আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্য়াচে ১৯ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ধোনিকে ফের একবার ক্রিকেট মাঠে দেখা যাবে। করোনার ধাক্কায় আইপিএল গ্রুপ পর্বের মাঝপথে স্থগিত করে দিতে হয়েছিল এবং সংযুক্ত আরব আমিরাশাহিতে শুরু হবে এই টুর্নামেন্টের বাকি অংশ।


আইপিএলের বাকি অংশ শুরু হওয়ার প্রায় একমাস আগে দুবাই উড়ে গিয়েছেন সিএসকে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। আপাতত দুবাইয়ে নিভৃতবাসে রয়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংস। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে চেন্নাই। সাত ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস।


আইপিএলের জন্য খুব শীঘ্রই অনুশীলন শুরু করে দেবে চেন্নাই সুপার কিংস। আপাতত পরিবারের সঙ্গেই দুবাইয়ে রয়েছেন সিএসকের বেশিরভাগ সদস্য। কোয়ারেন্টিনে সুরেশ রায়না, রবিন উথাপ্পাদের সময় কীভাবে কাটছে, তার ভিডিও প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস।


সুরেশ রায়নাকে নানা কাজকর্ম করতে দেখা যাচ্ছে। কখনও তিনি রান্না করছেন, তো কখনও তিনি ঘরের মধ্যেই ফিটনেস ট্রেনিং করছেন। অন্যদিকে উথাপ্পা স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।