শারজা: শক্তিশালী ব্যাটিং লাইন আপ। টপ অর্ডার থেকে মিডল অর্ডারে তারকার ছড়াছড়ি। কিন্তু এত কিছুর পরেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলে বড় রান তুলতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। শারজায় আইপিএলে শনিবারের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৯ রান বোর্ডে তুলতে সক্ষম হল রোহিত শর্মার দল। 


আইপিএলের প্লে অফের লড়াই জমে গিয়েছে। গতকাল পঞ্জাব কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আরও জমিয়ে দিয়েছে প্লে অফের রাস্তা। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ ঘিরে আকর্ষণ বেড়ে গিয়েছিল। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল, তা প্রমাণ করে দেন দিল্লির বোলাররা। প্রথম ওভারে বাউন্ডারি হাঁকালেও, মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। আবেশ খানের বলে ক্যাচ আউট হয়ে যান তিনি। মাত্র ৭ রান করে আউট হন রোহিত। তাঁর ওপেনিং পার্টনার কুইন্টন ডি কক ভাল শুরু করেও মাত্র ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 


এরপর কিছুটা লড়াই করছিলেন সূর্যকুমার যাদব। ২৬ বলে ৩৩ রানের ইনিংসও খেলেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ২ টো ওভার বাউন্ডারি হাঁকান তিনি সূর্য। কিন্তু যোগ্য সঙ্গ পাননি এই ডানহাতি স্টাইলিস্ট ব্যাটার। যার জন্য তিনি আউট হওয়ার পর আর কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। আর তার অন্যতম কারণ দিল্লির আবেশ খান ও অক্ষর পটেল। প্রথম জন এদিন যেন ছিলেন বিধ্বংসী মেজাজে। ৪ ওভার বল করে মাত্র ১৫ দিয়ে তুলে নিলেন বিপক্ষের ৩ উইকেট। অক্ষর পটেলও এদিন দারুণ বল করেন। ৪ ওভারে ২১ রান দিয়ে তিনি ৩ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১২৯ রান বোর্ডে তোলে মুম্বই।