আবু ধাবি: শুরু দেখে সব সময় হয়তো শেষের ইঙ্গিত পাওয়া যায় না। ক্রিকেটের মতো মহান অনিশ্চয়তার খেলায় তো নয়ই। বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুরন্ত শুরু করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ৯.২ ওভারে ৭৮ রান যোগ করেছিল মুম্বই। এবং সেটাও কোনও উইকেট না হারিয়ে। ক্রিজে তখন প্রথম একাদশে প্রত্যাবর্তন ঘটানো রোহিত শর্মা ও মারমুখী মেজাজে ব্যাটিং করা কুইন্টন ডি'কক। মনে করা হচ্ছি, দুশো রান তোলার দিকে এগচ্ছে মুম্বই।


তবে তারপরই প্রত্যাঘাত কেকেআর বোলারদের। প্রসিদ্ধ কৃষ্ণ, লকি ফার্গুসনরা বল হাতে ঘুরে দাঁড়ান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হল মুম্বই। কলকাতার সামনে ম্যাচ জেতার জন্য ১৫৬ রানের লক্ষ্য রাখল মুম্বই।


চোট সারিয়ে দলে ফিরে উইকেটে জমে গিয়েও বড় রান পাননি রোহিত। ৩০ বলে ৩৩ রান করে সুনীল নারাইনের বলে আউট হন তিনি। ৪২ বলে ৫৫ রান করে আউট হন কুইন্টন ডি'কক। তবে মুম্বইয়ের মিডল অর্ডারে আর কেউই বড় রান পাননি।


নীতিশ রানাকে দিয়ে বোলিং ওপেন করিয়ে চমক দিয়েছিলেন কেকেআর অধিনায়ক অইন মর্গ্যান। প্রথম ওভারে ৫ রান খরচ করেন রানা। বোলারদের মধ্যে সফল লকি ফার্গুসন (২-২৭) ও প্রসিদ্ধ কৃষ্ণ (২-৪৩)।


আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ২২ বার জিতেছে মুম্বই। মাত্র ৬ ম্যাচ জিতেছে কেকেআর। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে, কতটা একপেশে ভাবে ২ দলের লড়াইয়ে এগিয়ে রয়েছে মুম্বই। যদিও প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে নাইট শিবির। যা মুম্বই ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে সোনালি-বেগুনি বাহিনীকে।


সংযুক্ত আরব আমিরশাহিতে এবার নিজেদের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। বলের হিসাবে সবচেয়ে বড় জয় শাহরুখ খান-জুহি চাওলার দলের। ৬০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছিল কেকেআর। এর আগে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিলেন নাইটরা। তবে গত সোমবারের বিরাট কোহলির বাহিনীকে হারিয়ে সেই রেকর্ড ছাপিয়ে গেল কেকেআর।


অন্যদিকে রোহিত, হার্দিকহীন মুম্বই ইন্ডিয়ান্স আমিরশাহিতে তাদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে গিয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল চেন্নাই সুপার কিংস। রোহিত ফিরেছেন। মুম্বইয়ের ভাগ্য ফিরবে কি?