দুবাই: চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিংহ ধোনির অনুগামীদের জন্য জোড়া সুখবর। চেন্নাই সুপার কিংস আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরেই আরও একটি উচ্ছ্বসিত হওয়ার মতো খবরে মাতোয়ারা সিএসকে পরিবার। কেন?


কারণ, তাঁদের প্রিয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি নাকি আবার বাবা হতে চলেছেন। তাঁর স্ত্রী সাক্ষী ধোনি নাকি চার মাসের অন্তঃস্বত্ত্বা। এমনই ইঙ্গিত দিয়েছেন সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা রায়না।


শুক্রবার কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। উচ্ছ্বাসে ভাসছে সিএসকে শিবির। এই নিয়ে চারবার চ্যাম্পিয়ন হলেন ধোনিরা। এর মধ্যেই খুশির খবর দিলেন প্রিয়াঙ্কা। তিনিই জানিয়েছেন যে, ফের মা হতে চলেছেন সাক্ষী। যে খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই আগাম শুভেচ্ছা জানিয়েছেন।


মাহি এবং সাক্ষীর একটি কন্যাসন্তান রয়েছে। নাম জিভা। এবার দ্বিতীয় সন্তান জন্ম দিতে চলেছেন সাক্ষী। চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক ধোনি। উপরি প্রাপ্তি ধোনির ফের বাবা হতে চলার খবর। সব মিলিয়ে উৎসবের মেজাজে রয়েছেন ধোনির সমর্থকেরা।


চেন্নাই সুপার কিংসই ফের আইপিএল চ্যাম্পিয়ন। চতুর্থবারের জন্য ট্রফি গেল চেন্নাইয়ে। শুক্রবার চতুর্দশ আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে দিল সিএসকে। সেই সঙ্গে ভেঙে গেল আইপিএল ফাইনালে কেকেআরের মিথ। এতদিন পর্যন্ত আইপিএল ফাইনালে অপরাজেয় ছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুবার ফাইনালে উঠে দুবারই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তৃতীয়বার অবশ্য সেই রেকর্ড আর অক্ষুণ্ণ রইল না। প্রথমবার ফাইনালে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হল নাইট শিবিরকে। আর সিএসকে পৌঁছে গেল চার ট্রফির দুর্গে। মুম্বই ইন্ডিয়ান্সের চেয়ে আর মাত্র একটি খেতাব দূরে তারা। রোহিত শর্মাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলতে শুরু করলেন মহেন্দ্র সিংহ ধোনি।


অধিনায়কের বয়সও চল্লিশ পেরিয়ে গিয়েছে। অথচ নেতৃত্ব হোক বা চাপের মুখে ম্যাচ জেতানোর দক্ষতা, ধোনি রয়েছেন ধোনিতেই। হয়তো ব্যাটের ধার কমেছে। কিন্তু অভিজ্ঞতা আর ক্ষুরধার মস্তিষ্ক নিয়ে একের পর এক শিরোপা জিতে চলেছেন ক্যাপ্টেন কুল।