নয়াদিল্লি: রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে ফের ভেসে উঠল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় ৬ নম্বরে মুম্বই (কেকেআর বনাম দিল্লি ম্যাচের আগে পর্যন্ত)।


বৃহস্পতিবার মুম্বইয়ের জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কুইন্টন ডি'কক। ৫০ বলে অপরাজিত ৭০ রান করলেন তিনি। তাঁর ব্যাটের দাপটে ৯ বল বাকি থাকতে রাজস্থানের স্কোর মাত্র ৩ উইকেট হারিয়ে তুলে নিল মুম্বই। ম্যাচের সেরাও হয়েছেন ডি'কক।


মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তোলে ৪ উইকেটে ১৭১ রান। পরপর কয়েকটি ম্যাচে ওপেনিং নিয়ে সমস্যায় পড়েছিল রাজস্থান। তবে এদিন শুরু থেকেই রাজস্থানের দুই ওপেনার জস বাটলার আর যশস্বী জয়সবাল ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ৩২ বলে ৪১ রান করেন ইংল্যান্ডের তারকা বাটলার। তিনটি চার ও সংসংখ্যক ছক্কা মেরেছেন তিনি। অপর ওপেনার যশস্বী ২০ বলে ২টি চার ও ২টি ছক্কা মেরে ৩২ রান করেন।


দুই ওপেনারের দাপটে ৭.৪ ওভারে ৬৬ রান যোগ করেছিল রাজস্থান। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের স্পিনার রাহুল চাহারের বলে স্টেপ আউট করতে গিয়ে স্টাম্পড হয়ে যান বাটলার। এক ওভার পরে ফের রাজস্থান ইনিংসকে ধাক্কা দেন চাহার। এবার তাঁর বলে কট অ্যান্ড বোল্ড হন যশস্বী। রাজস্থানের মিডলস অর্ডারের হাল ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসন। টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে রয়েছেন সঞ্জু। চলতি আইপিএলে একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। এদিন ২৭ বলে ৪২ রান করেন তিনি। কোনও ছক্কা মারলেও সঞ্জুর ইনিংসে রয়েছে ৫টি চার। ৩১ বলে ৩৫ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন শিবম দুবে। মুম্বই বোলারদের মধ্যে ২ উইকেট চাহারের। ট্রেন্ট বোল্ট ও যশপ্রীত বুমরা একটি করে উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলীল ছিলেন ডি'কক। তিনি ছাড়া রান পেয়েছেন ক্রুণাল পাণ্ড্য। ২৬ বলে ৩৯ রান করেন তিনি।