আবু ধাবি: দেশের সেরা অলরাউন্ডার মনে করা হয় তাঁকে। এক সময় অনেকে কিংবদন্তি কপিল দেবের উত্তরসূরি বলা হতো। অথচ হার্দিক পাণ্ড্য যেন হারিয়েই যেতে বসেছেন। আইপিএলের দ্বিতীয় পর্বে দুটি ম্যাচ খেলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফে ওঠার জন্য যে দুই ম্যাচ ভীষণই গুরুত্বপূর্ণ। দুটি ম্যাচেই হেরে গিয়েছে মুম্বই।


আর সেই দুই ম্যাচেই দেখা যায়নি হার্দিক পাণ্ড্যকে। দল থেকে শুধু আভাস দেওয়া হয়েছে যে, হার্দিকের ফিটনেস সমস্যা রয়েছে। কিন্তু ঠিক কেন খেলছেন না হার্দিক? তাঁর বর্তমান পরিস্থিতিই বা কী?


বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটে পর্যুদস্ত হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ডকে শুনতে হল এই প্রশ্ন। নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা বললেন, 'হার্দিক ঠিক আছে। দলের সঙ্গে প্র্যাক্টিস করছে। তবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আমরা সব দিকের ভারসাম্য বজায় রাখতে চাইছি।'


তাহলে কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে হার্দিককে নিয়ে কোনও নির্দেশিকা দেওয়া হয়েছে? বন্ড ভাঙতে চাননি। বলেন, 'নির্দেশিকা কিছু নয়। তবে ক্রিকেটারদের মতামতকেও আমরা গুরুত্ব দিই। কোনও তাড়াহুড়ো করতে চাই না। হার্দিক দলের সঙ্গে প্র্যাক্টিস করছে এবং আশা করছি ও পরের ম্যাচে খেলবে। প্লে অফে যেতে আমাদের সাহায্য করবে।'


জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে শেষবার মাঠে দেখা গিয়েছিল হার্দিককে। তারপর থেকে তিনি খেলছেন না। যা নিয়ে অনেকের মনেই তৈরি হয়েছে ধোঁয়াশা।


মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হেলায় হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ৭ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এল কেকেআর। ৯ ম্যাচে ৮ পয়েন্ট হয়ে গেল অইন মর্গ্যানদের। সবচেয়ে বড় কথা, পরপর বড় ব্যবধানে ম্যাচ জেতায়, নেট রান রেটেও অনেকটা উন্নতি করেছে কেকেআর। ৯ ম্যাচের পর কেকেআরের রান রেট +.৩৬৩। পয়েন্ট সমান হলেও রান রেটের জন্যই রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের চেয়ে এগিয়ে রয়েছে কেকেআর।