জয়পুর: চোদ্দোতম আইপিএল শুরু থেকে চোট আঘাতে সবচেয়ে বেশি জর্জরিত ছিল রাজস্থান রয়্যালস। যে সমস্ত ক্রিকেটারকে ধরে ট্রফি জয়ের স্বপ্ন দেখেছিল, তাঁরা প্রায় কেউই খেলতে পারেননি। বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার, নেই-এর তালিকায় একের পর এক বড় নাম।


অর্ধসমাপ্ত আইপিএলের বাকি অংশের আগে অবশ্য ঘর গুছিয়ে নিল রাজস্থান রয়্যালস। ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে দলে নিল তারা।


চোট সারিয়ে মাঠে ফিরলেও বেন স্টোকস স্বেচ্ছায় অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে দূরে আছেন। জস বাটলার ব্যক্তিগত কারণে আইপিএল ২০২১-এর বাকি ম্যাচগুলিতে খেলবেন না। এই অবস্থায় আইপিএলের সংযুক্ত আরব আমিরশাহি পর্বের আগে দুই ব্রিটিশ তারকার পরিবর্ত খুঁজে নিল রাজস্থান রয়্যালস। অলরাউন্ডার স্টোকসের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার ওশেন থমাসকে দলে নিয়েছে রাজস্থান। আর জস বাটলারের পরিবর্তে ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইসকে নিয়েছে তারা। ইংল্যান্ডের জাতীয় দলের দুই তারকার পরিবর্তে রয়্যালস দলে নিল দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে।


এদিকে, আইপিএলে (IPL) নতুন দলের জন্য খরিদ্দায় খুঁজতে শুরু করল সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ৮ দলের পরিবর্তে ১০ দল নিয়ে ২০২২ সাল থেকে আয়োজিত হবে আইপিএল। অর্থাৎ, নতুন দুটি দল অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে একটু দলের মালিকানা সত্ত্ব বিক্রি করতে চেয়ে টেন্ডার ডাকল বোর্ড। ১০ লক্ষ টাকা ও তার সঙ্গে লাগু কর জমা করলে দরপত্র কিনতে পারবে যে কোনও সংস্থা। ৫ অক্টোবর পর্যন্ত দরপত্র দেওয়া যাবে বলে জানিয়েছে বোর্ড।


তবে কোনও কারণ না দেখিয়ে দরপত্র যে কোনও সময়ে বাতিল করতে পারে বোর্ড। এবং তারক জন্য জবাবদিহিও করতে হবে না বোর্ডকে। বিজ্ঞপ্তিতে সে কথা পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে বোর্ড।


নতুন দলের বেসপ্রাইস প্রায় ২ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে। আগে নতুন দলের বেসপ্রাইস ধার্য করা হয়েছিল ১৭০০ কোটি টাকা। সেই মূল্য বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা বা তার বেশি আর্থিক লেনদেন (টার্নওভার) করে থাকে, একমাত্র তারাই আইপিএলের দল কেনার জন্য দরপত্র নিতে পারবে।


কোহলি এশীয় স্তরের সাদামাটা ব্যাটসম্যান, বাউন্সার পাকিস্তানের প্রাক্তন তারকার