মুম্বই: আইপিএলে (IPL) নতুন দলের জন্য খরিদ্দায় খুঁজতে শুরু করল সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ৮ দলের পরিবর্তে ১০ দল নিয়ে ২০২২ সাল থেকে আয়োজিত হবে আইপিএল। অর্থাৎ, নতুন দুটি দল অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে একটু দলের মালিকানা সত্ত্ব বিক্রি করতে চেয়ে টেন্ডার ডাকল বোর্ড। ১০ লক্ষ টাকা ও তার সঙ্গে লাগু কর জমা করলে দরপত্র কিনতে পারবে যে কোনও সংস্থা। ৫ অক্টোবর পর্যন্ত দরপত্র দেওয়া যাবে বলে জানিয়েছে বোর্ড।
তবে কোনও কারণ না দেখিয়ে দরপত্র যে কোনও সময়ে বাতিল করতে পারে বোর্ড। এবং তারক জন্য জবাবদিহিও করতে হবে না বোর্ডকে। বিজ্ঞপ্তিতে সে কথা পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে বোর্ড।
নতুন দলের বেসপ্রাইস প্রায় ২ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে। আগে নতুন দলের বেসপ্রাইস ধার্য করা হয়েছিল ১৭০০ কোটি টাকা। সেই মূল্য বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা বা তার বেশি আর্থিক লেনদেন (টার্নওভার) করে থাকে, একমাত্র তারাই আইপিএলের দল কেনার জন্য দরপত্র নিতে পারবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, প্রথমে দুটি নতুন দলের ন্যূনতম মূল্য ১৭০০ কোটি টাকা রাখার কথা ভাবা হয়েছিল, পরে সেটা বাড়িয়ে দুহাজার কোটি টাকা করা হয়েছে৷ দেশের দুই বড় শহরের নামেই আইপিএলের নতুন দলের ফ্র্যাঞ্চাইজি বেছে নেবে বিসিসিআই। সূত্রের খবর, ২০২২ সালে আমদাবাদের নামে একটি দলের অন্তর্ভুক্তি ঘটতে চলেছে। দ্বিতীয় দল হিসেবে পুনে ও লখনউয়ের মধ্যে লড়াই হতে পারে। এর আগে অবশ্য পুণে দুবার আইপিএলে অংশগ্রহণ করেছে। প্রথমে পুণে ওয়ারিয়র্স। যে দলের হয়ে খেলেছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে রাইজিং পুনে সুপারজায়ান্ট নামে পুনেরই একটি দল আইপিএলে অংশ নিয়েছিল। সেই দলের কর্ণধার ছিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা এবং এখনও পর্যন্ত যা খবর, তাতে তিনি এবারও দরপত্র পেশ করতে পারেন। আর আমদাবাদের মালিকানা পেতে আগ্রহী শিল্পপতি গৌতম আদানি। যদিও কিছুই চূড়ান্ত নয়। তবে মনে করা হচ্ছে একটি দলের মালিকানা কাদের হাতে যাবে তা নির্ধারিত হয়ে গিয়েছে। যে কারণে শুধু একটি দলের সত্ত্ব বিক্রি করতে চেয়ে নোটিশ জারি করেছে বিসিসিআই।
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ডেল স্টেনের