মুম্বই: রাজস্থান শিবিরে জোরাল ধাক্কা। আইপিএল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার।
ইংরেজ তারকা ক্রিকেটারদের নিয়ে যেন উদ্বেগের শেষ নেই রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্টের। চোটের জন্য দলে যোগই দিতে পারেননি আর্চার। সঞ্জু স্যামসনদের আশা ছিল যে, টুর্নামেন্টের পরের দিকে দলের সঙ্গে যোগ দেবেন আর্চার। তাঁদের সাফল্য-ব্যর্থতাও অনেকটা নির্ভর করেছিল আর্চারের ওপর। এরই মধ্যে আঙুল ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন দলের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। তিনি দেশে ফিরে গিয়েছেন। লিয়াম লিভিংস্টোন জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি সইতে না পেরে দেশে ফিরে গিয়েছেন। এবার আর্চারকে নিয়ে স্বপ্নভঙ্গ হল।
রাজস্থান রয়্যালসকে টুর্নামেন্টের চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হয়েছে। দেশে ফিরে গিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। আঙুলের চোটে এবারের মত আইপিএল শেষ হয়ে গিয়েছে তাঁর। লিয়াম লিভিংস্টোন জৈব সুরক্ষা বলয় থাকতে না পেরে দেশের বিমান ধরেছেন। আশা ছিল অস্ত্রোপচার করে ভারতে আসবেন জোফ্রা আর্চার। ইংরেজ পেসার দলে এলে নিঃসন্দেহে শক্তি বৃদ্ধি হতো রাজস্থানের। কিন্তু তিনিও আসছেন না।
ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, আর্চার আগের থেকে অনেকটাই সুস্থ। ডান হাতের কনুইয়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে রিহ্যাব করছেন তিনি। সামান্য অনুশীলন শুরু করেছেন। এক সপ্তাহের ভেতর পুরোদমে প্র্যাক্টিস শুরু করবেন। তখন পরীক্ষা করে দেখা হবে কনুইয়ে ব্যথা অনুভব করছেন কি না। যদি না করেন তাহলে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলবেন। জুন মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুস্থ আর্চারকে পেতে মরিয়া ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। নভেম্বরে আবার চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে যাবে ইংল্যান্ড। সেই সময় ফিট আর্চারকে পেতে চায় বোর্ড। তাই আইপিএলে তাঁকে পাঠিয়ে আর ঝুঁকি নেওয়া হচ্ছে না।
এমনিতেই রাজস্থানের জোরে বোলিং বিভাগে অভিজ্ঞতার অভাব রয়েছে। ক্রিস মরিস সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হলেও, বল হাতে তিনি দুর্দান্ত কিছু করতে পারেননি। আর্চারের না আসা তাই বিরাট ধাক্কা রাজস্থানের।