দুবাই: তাঁকে নিয়ে অনেকের মনে বাড়তি আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে বিরাট কোহলি (Virat Kohli) বিশ্বকাপের পর জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ছেন ঘোষণা করার পর তাঁর নামই পরবর্তী অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি করে আলোচনায় উঠে আসছে।


তবে রবিবার মরুদেশে আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে পারলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবির থেকে সঠিক কোনও কারণ বলা হয়নি। তবে মনে করা হচ্ছে পুরো ফিট নন রোহিত। এবং তিনি যে খেলবেন না, সম্ভবত আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। কারণ রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারেরা যখন গা ঘামাচ্ছিলেন, তখনও স্পাইক শ্যু পরে দেখা যায়নি রোহিতকে। তাঁর পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন কায়রন পোলার্ড। টসের পর যিনি বললেন, 'রোহিত ঠিকই আছে। দ্রুত ঠিক হয়ে যাবে। ওই আমাদের জাহাজের ক্যাপ্টেন। আমি শুধু ওর পরিবর্তে দাঁড়িয়ে আছি।'


মুম্বই পায়নি হার্দিক পাণ্ড্যকেও। সম্ভবত ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে তারকা অলরাউন্ডারের। রবিবার মুম্বইয়ের জার্সিতে অভিষেক হচ্ছে অনমোলপ্রীত সিংহের। টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। টসের পর যিনি বলেন, 'পিচ দেখে ভাল বলে মনে হচ্ছে। প্রথমে ব্যাট করে বোর্ডে বড় রান তোলাই শ্রেয় বলে মনে হয়েছে। টুর্নামেন্ট শুরু হয়ে গেলে আশা করছি সকলে ছন্দ খুঁজে পাবে। এবারের টুর্নামেন্টটা অন্যরকম হচ্ছে। সাতটা ম্যাচ, তারপর বিরতি, তারপর পের সাতটা ম্যাচ। টি-টোয়েন্টিতে আপনি নির্দিষ্ট একটা দিনে কেমন খেলছেন তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমরা প্রাথমিক ব্যাপারগুলোয় জোর দিচ্ছি।' রবিবার চেন্নাইয়ের চার বিদেশি মঈন আলি, ফাফ ডুপ্লেসি, ডোয়েন ব্র্যাভো ও জস হ্যাজলউড।


টসের পর পোলার্ড বলেছেন, 'আমরা ঠিক ছন্দ পেতে শুরু করেছিলাম যখন টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। এবার টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।'