RCB Social Message: হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার, শিশুর মনোবল বাড়ালেন কোহলি-এ বি

হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার হওয়া এক খুদের পাশে দাঁড়িয়েছেন দুই তারকা। এবং পাঠিয়েছেন আবেগপূর্ণ বার্তা।

Continues below advertisement

নয়াদিল্লি: মাঠে তাঁরে সাফল্য়ের ঝুলিতে একাধিক ক্রিকেটীয় কীর্তি। ব্যাটিং করতে ক্রিজে গেলে আইপিএলেও চার-ছক্কার ফুলঝুরি। সমর্থকদের ভালবাসা কুড়িয়ে নিয়েছেন বিরাট কোহলি ও এ বি ডিভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই তারকা এবার মন জিতে নিলেন সম্পূর্ণ অন্য় এক কারণে। যার সঙ্গে ক্রিকেটের সরাসরি কোনও সম্পর্ক নেই।

Continues below advertisement

হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার হওয়া এক খুদের পাশে দাঁড়িয়েছেন দুই তারকা। এবং পাঠিয়েছেন আবেগপূর্ণ বার্তা।

ঘটনাটা খুলে বলা যাক। দিল্লির এক শিশু। বাবা-মা আদর করে নাম রেখেছেন প্রিয়াংশু। কিন্তু জন্ম থেকে তার হৃদপিণ্ডে সমস্য়া। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, ভারতে তার সঠিক চিকিৎসা সম্ভব ছিল না। তাই একরত্তিকে নিয়ে তার বাবা-মা পাড়ি জমায় সুদূর বস্টনে। মার্কিন যুক্তরাষ্ট্রের নামী চিকিৎসক সীতারাম ইমানি প্রিয়াংশুর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করেন। জটিল সেই অস্ত্রোপচারের খরচ বিস্তর। তিন বছরের প্রচেষ্টায় বিভিন্ন অনুদান তিল তিল করে জমিয়ে খরচ তোলে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অবশেষে অস্ত্রোপচার করানো গিয়েছে প্রিয়াংশুর। এবং সেই অস্ত্রোপচার সফলও হয়েছে। আপাতত বস্টনে রয়েছে একরত্তি।

প্রিয়াংশুর জন্য ভিডিওবার্তা দিয়েছেন বিরাট কোহলি ও এ বি ডিভিলিয়ার্স। বিরাট বলেছেন, 'হাই প্রিয়াংশু। আশা করছি তুমি এখন ভাল আছো। আমি তোমার অস্ত্রোপচারের খবর শুনেছি। তুমি খুব সাহসীকতার সঙ্গে লড়াই করেছো। প্রথম অন্তরায় পেরিয়ে গিয়েছো। বাকি যুদ্ধটাও দ্রুত জিতে নেবে। তুমি ভীষণ সাহসী। দ্রুত সুস্থ হয়ে ভারতে ফিরে আসবে।'

ডিভিলিয়ার্সও প্রিয়াংশুর সাহসের প্রশংসা করে শারীরিক যুদ্ধে জেতার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর ভিডিও বার্তায় এ বি বলেছেন, 'আমার দিক থেকে বলতে পারি, তোমাকে দেখে অনুপ্রেরণা পাই। তোমাকে ভীষণ কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এত শক্তিশালী থাকার জন্য তোমাকে অভিনন্দন। গোটা চিকিৎসা পদ্ধতিতে তুমি খুব চনমনে ছিলে। আশা করছি তুমি খুব দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবে।'

Continues below advertisement
Sponsored Links by Taboola