দুবাই: বিরাট কোহলি ব্য়াট হাতে ২২ গজে নামা মানেই প্রতিপক্ষ দলের বোলারদের কাছে তা আতঙ্কের। নিজের দিনে কোনও বোলারকেই সমীহ করেন না ভারতীয় দলের অধিনায়ক। সেই অভিজ্ঞতা হয়েছে ক্রিস মরিসেরও। দক্ষিণ আফ্রিকার জার্সিতে যখন খেলেছিলেন ভারতের বিরুদ্ধে তখনও খেলেছেন, আবার আইপিএলেও আরসিবির বিরুদ্ধে যখন নেমেছেন তখনও রাজস্থান রয়্যালসের এই তারকা অলরাউন্ডারকে বিরাটের বিপরীতে বেশ নড়বড়ে লেগেছে। তিনি যে বিরাটকে কতটা সমীহ করেন, তা এবার স্বীকার করে নিলেন ক্রিস মরিস। বিরাটকে জিনিয়াস আখ্যা দিয়ে মরিস জানিয়েছেন যে, তাঁকে বল করা ভীষণ কঠিন কাজ। 


মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মঙ্গলবারই মাঠে নেমেছে মরিসের দল রাজস্থান। যদিও প্রথম একাদশে জায়গা হয়নি মরিসের। প্রোটিয়া অলরাউন্ডার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'বিরাট কোহলি একজন জিনিয়াস ব্যাটার। তাঁর ব্যাটিং স্টাইলও দুর্দান্ত। ওঁর বিরুদ্ধে বল করা সবসময় কঠিন। ঠিক একইরকমভাবে ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে বল করাটাও বেশ কঠিন। কারণ নিজের আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে একজন বোলারের কাছে আতঙ্ক হয়ে উঠতে পারেন।' মরিস আরও বলেন, 'একজন প্লেয়ার হিসেবে আমি কখনওই কেন উইলিয়ামসনের মতো ব্যাটারের বিরুদ্ধে বল করতে চাইব না। দুর্দান্ত একজন ব্যাটার, ভীষণ চুপচাপ থাকতে পছন্দ করে। এই তালিকায় আমি হার্দিক পাণ্ড্যর নামও রাখতে চাই।'


এবি ডেভিলিয়ার্স ও হাসিম আমলাকেও সেই তালিকায় রেখেছেন মরিস। তিনি বলেন, 'আমি এখনও পর্যন্ত একবারও এবি ডেভিলিয়ার্সকে কখনও আউট করতে পারিনি। এই তালিকায় রয়েছেন হাসিম আমলাও। ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই ওঁকে আউট করাটা বেশ চাপের। আমার মনে আছে, একটা টি-টোয়েন্টি ম্যাচে আমলার বিপরীতে বল করেছিলাম। সেই ম্যাচে এত সুন্দরভাবে খেলছিল ওঁ যে আমি বুঝেই উঠতে পারছিলাম যে ঠিক কোথায় বল করব ওঁকে।' 


আরও পড়ুন: কোভিডবিধি নিয়ে অসন্তোষ, কমনওয়েলথ গেমস থেকে নাম তুলল ভারতীয় হকি দল