মুম্বই: রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) ৫২ রানে হারিয়ে প্লে অফের লড়াইয়ে খাতায় কলমে এখনও টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ১২ ম্যাচের শেষে কেকেআরের পয়েন্ট ১০। শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে জিতলে আর প্লে অফের দৌড়ে থাকা অন্যান্য দলগুলি হারলে পয়েন্ট টেবিলে প্রথম চারে থাকার সামান্য হলেও সম্ভাবনা রয়েছে নাইটদের।


মাসল রাসেল


আর এই পরিস্থিতিতে নেটে নিজেকে উজার করে দিচ্ছেন আন্দ্রে রাসেল। কেকেআরের তারকা অলরাউন্ডারকে নেটে দেখা যাচ্ছে বিধ্বংসী মেজাজে। তার মধ্যেই ভাইরাল হয়েছে রাসেলের একটি ভিডিও। কেকেআর সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, রাসেল একটি বলে জোরাল শট মারছেন। সেই বল উড়ে যাচ্ছে। কিন্তু ছক্কা হবে কি? রাসেল নিজেও যেন চিন্তায়। তবে তিনি ক্যারিবিয়ান। মেজাজটাও ক্যারিবিয়ান। তাই বল যখন উড়ে যাচ্ছে, রাসেল নাচতে শুরু করলেন। কোমর দুলিয়ে। এবং বলতে থাকলেন, 'গো, গো, গো গো...'।


সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে। তবে কটাক্ষের শিকারও হয়েছেন রাসেল। অনেকেই লিখেছেন, মাঠে গিয়ে দলকে ম্যাচ জেতান। সেটাই বেশি গুরুত্বপূর্ণ। একজন আবার শর্ট বলের বিরুদ্ধে রাসেলের দুর্বলতার কথা তুলে খোঁচা দিয়েছেন। লিখেছেন, এসব না করে শর্ট বলের বিরুদ্ধে ব্যাটিং প্র্যাক্টিস করুন। তাতে বরং লাভ হবে।



কেকেআরের প্লে অফে ওঠার অঙ্ক এখনও জটিল। বাকি ২ ম্যাচে নিজেদের জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। ঠিক কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর। দেখে নেওয়া যাক এক নজরে ---


ঠিক কোন অঙ্কে প্লে অফে কেকেআর?


১১ মে: রাজস্থান বনাম দিল্লি (রাজস্থানকে দিল্লিকে হারাতেই হবে)


১২ মে: সিএসকে বনাম মুম্বই (মুম্বইকে জিততেই হবে)


১৩ মে: আরসিবি বনাম পাঞ্জাব (এই ম্য়াচে পাঞ্জাব কিংসকে জিততে হবে)


১৪ মে: কলকাতা বনাম সানরাইজার্স (জয় ছাড়া নাইটদের কাছে আর কোনও বিকল্প নেই)


১৫ মে: সিএসকে বনাম গুজরাত টাইটান্স (গুজরাতকে জিততে হবে)


১৫ মে: লখনউ বনাম রাজস্থান (এই ম্যাচে যে কোনও দল জিতলেই হবে)


১৬ মে: পাঞ্জাব বনাম দিল্লি (এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে জিততে হবে)


১৭ মে; মুম্বই বনাম সানরাইজার্স (এই ম্যাচে মুম্বইকে জিততে হবে)


১৮ মে: কলকাতা বনাম লখনউ (এই ম্যাচেও কলকাতাকে অবশ্যই জিততে হবে)


১৯ মে: আরসিবি বনাম গুজরাত টাইটান্স (গুজরাত টাইটান্সকে জিততেই হবে)


২০ মে: রাজস্থান বনাম চেন্নাই (এই ম্যাচ যে কেউ জিতলেই হবে)


২১ মে: মুম্বই বনাম দিল্লি ক্যাপিটালস (মুম্বইকে এই ম্যাচে জিততে হবে)


২২ মে: পাঞ্জাব বনাম সানরাইজার্স (সানরাইজার্সকে জিততে হবে)


ওপরের অঙ্ক মিলে গেলে দিল্লি, সানরাইজার্স, পাঞ্জাব ও সিএসকে তাঁদের লিগ পর্যায়ের শেষে ১২ পয়েন্টে শেষ করবে। অন্যদিকে আরসিবি ও কলকাতা ১৪ পয়েন্ট শেষ করবে। তখন রান রেটের বিষয় আসবে। এক্ষেত্রে আরসিবি যদি শেষ ২ ম্যাচে হেরে যায় তবে নেট রান রেটে কলকাতার থেকে পিছিয়ে যাবে। তবেই একমাত্র সুযোগ থাকবে কলকাতার প্লে অফে পৌঁছোনোর।