মুম্বই: আগামী আইপিএলে নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি। মোট ৪১ জন ক্রিকেটার রয়েছেন আইসিসির অ্যাসোসিয়েট দেশের সদস্য। ৮৯৬ ভারতীয়র মধ্যে জাতীয় দলে খেলেছেন ৬১ জন। বিদেশিদের মধ্যে জাতীয় দলে খেলেছেন ২০৯ জন। ভারতের আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১৪৩ জন আগে আইপিএলে খেলেছেন। আনক্যাপড বিদেশিদের মধ্যে আগে আইপিএলে খেলেছেন ৬ জন।
এই বিরাট তালিকা থেকে ছাঁটাই করে বিসিসিআই ছোট একটি তালিকা তৈরি করবে। সেই তালিকা ধরেই আগামী মাসে বেঙ্গালুরুতে নিলামের (IPL Auction) আসর বসবে। নিলামে নামার আগে সবচেয়ে বেশি অর্থ থাকছে পাঞ্জাব কিংসের হাতে। তারা নামবে ৭২ কোটি টাকা নিয়ে। ৬৮ কোটি টাকা নিয়ে নিলামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস নামছে ৬২ কোটি টাকা নিয়ে। লখনউ দলের হাতে রয়েছে ৫৮ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আছে ৫৭ কোটি টাকা। ৫২ কোটি টাকা নিয়ে নিলামে নামবে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর, চেন্নাই এবং মুম্বইয়ের হাতে আছে ৪৮ কোটি টাকা করে। দিল্লির হাতে আছে ৪৭.৫ কোটি টাকা।
ডেভিড ওয়ার্নারের গুরুত্ব সানরাইজার্স হায়দরাবাদ না বুঝলে কী হবে, আইপিএল ২০২২ নিলামে কিন্তু সব দলের মধ্যে ওয়ার্নারকে নিয়ে তীব্র টানাটানি চলবেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন ওয়ার্নার। আইপিএল নিলামে তাঁর সবচেয়ে বেশি বেসপ্রাইস নির্ধারিত হয়েছে। ভারতীয় মুদ্রায় তাঁর ন্যূনতম দাম ২ কোটি টাকা ধার্য করা হয়েছে। শুধু ওয়ার্নার একা নন, তাঁর অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সতীর্থ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা প্লেয়ার মিচেল মার্শেরও ন্যূনতম দাম ২ কোটি টাকা নির্ধারিত হয়েছে।
তবে এ বার আইপিএল উল্লেখযোগ্য অনুপস্থিতিদের তালিকায় রয়েছেন মিচেল স্টার্ক, স্যাম কারান, বেন স্টোকস, ক্রিস গেইল, জোফ্রা আর্চার এবং ক্রিস ওকস। ২০২২ আইপিএলের নিলামের জন্য ১৭ জন ভারতীয় এবং ৩২ জন বিদেশি প্লেয়ারদের তালিকায় থাকা বড় নামের মধ্যে রয়েছেন আর অশ্বিন, শ্রেয়স আইয়ার, শিখর ধবন, ঈশান কিষান, সুরেশ রায়না, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, স্টিভ স্মিথ, শাকিব আল হাসান, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, ফ্যাফ ডু'প্লেসি, কুইন্টন ডি'কক, কাগিসো রাবাডা ও ডোয়েন ব্র্যাভো।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলিদের তিন ম্যাচ ইডেনে, ঘোষণা করে দিল বোর্ড