মুম্বই: আইপিএলে (IPL) তিনি ও চেন্নাই সুপার কিংস (CSK) যেন সমার্থক হয়ে গিয়েছেন। স্পট ফিক্সিং কাণ্ডে বহিষ্কারের পর ফিরে এসে তাঁর নেতৃত্বেই ফের চ্যাম্পিয়নশিপের আলোয় ফিরেছিল সিএসকে। বয়স নিয়ে প্রশ্নকে বাউন্ডারির বাইরে উড়িয়ে গত আইপিএলেও সিএসকে-কে চ্যাম্পিয়ন করেছেন।


তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেড় বছরেরও বেশি সময় আগে। বয়স ছুঁয়েছে চল্লিশের কোঠা। তবু ক্রিকেটার হিসাবে যে চল্লিশেও চালশে পড়েনি, প্রমাণ করে দিচ্ছেন ধোনি।


কীভাবে?


দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। গতবারের ফাইনালে শাহরুখ খানের নাইটদের হারিয়েই ট্রফি জিতেছিল ধোনির সিএসকে। টুর্নামেন্টের প্রথা মেনে এবার প্রথম ম্যাচেই মুখোমুখি দুই দল। মুম্বইয়ে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে সব দলই। প্র্যাক্টিস চলছে মেন ই ইয়েলো (সিএসকে দলকে এই নামে ডাকেন সমর্থকেরা)-রও। 


অনুশীলনে বিধ্বংসী মেজাজে দেখা যাচ্ছে ধোনিকে। পুল, কাট, হেলিকপ্টার শট, বাদ যাচ্ছে না কিছুই। সম্প্রতি চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ধোনিকে দেখা যাচ্ছে বিধ্বংসী ছন্দে। মাঝ পিচে ব্যাট করতে দেখা গিয়েছে ধোনিকে। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে দলের অন্যতম সহকারী কোচ মাইকেল হাসি। নিজেদের মধ্যে ম্যাচ সিচুয়েশন প্র্যাক্টিস করছিলেন ধোনিরা। ব্যাট করার সময় ধোনিকে একের পর এক বল ওড়াতে দেখা গেল গ্যালারিতে। মাইকেল হাসি হরাত তুলে ছক্কার ইঙ্গিত করলেন।


 




প্র্যাক্টিসে কোনও বোলারকেই রেয়াত করেননি ক্যাপ্টেন কুল। এমনকী, উইকেটকিপারের মাথার ওপর দিয়েও বল উড়িয়েছেন বাউন্ডারির বাইরে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধুমাত্র ট্যুইটারেই প্রায় এক লক্ষ মানুষ দেখেছেন ভিডিও। ধোনির ছন্দ দেখে সিএসকে ভক্তরাও আশায় বুক বাঁধছেন। ধোনির হাত ধরেই যেন পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি আসে ঘরে।