CSK vs MI, Innings Highlights: লড়লেন একা ধোনি, মাত্র ৯৭ রানে অল আউট চেন্নাই

IPL 2022, CSK vs MI: মাত্র ৯৭ রানে অল আউট হয়ে গেল সিএসকে। ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র ধোনি। ৩৩ বলে ৩৬ রান করলেন। কিন্তু তাও তিন অঙ্কে পৌঁছতে পারল না চেন্নাই।

Continues below advertisement

মুম্বই: ওয়াংখেড়েতে তাঁদের সামনে ছিল মরণ-বাঁচন পরিস্থিতি। আইপিএলের প্লে অফে যাওয়ার সামান্যতম স্বপ্নও জিইয়ে রাকতে হলে বাকি তিন ম্যাচ জিততেই হতো মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni)। তবে বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সামনে মুখ থুবড়ে পড়ল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ব্য়াটিং। মাত্র ৯৭ রানে অল আউট হয়ে গেল সিএসকে (CSK)। ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র ধোনি। ৩৩ বলে ৩৬ রান করলেন। কিন্তু তাও তিন অঙ্কে পৌঁছতে পারল না চেন্নাই। মাত্র ৯৭ রানের পুঁজি মঈন আলি, মহেশ তিক্সানা, মুকেশ চৌধুরীদের হাতে। পারবেন কি তাঁরা অল্প রানে রোহিত শর্মাদের ইনিংস খতম করে অলৌকিকভাবে ২ পয়েন্ট নিয়ে আসতে?

Continues below advertisement

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রসোহিত শর্মা। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। রোহিতও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।

কিন্তু মুম্বই বোলারদের দাপটে শুরু থেকে কোনও পার্টনারশিপই গড়ে তুলতে পারেন সিএসকে। প্রথম চার ব্যাটারের রান যথাক্রমে ৭ (রুতুরাজ গায়কোয়াড়), ০ (ডেভন কনওয়ে), ০ (মঈন আলি) ও ১ (রবিন উথাপ্পা)।

মুম্বই বোলারদের মধ্যে সেরা ড্যানিয়েল স্যামস। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। চেন্নাই ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিতর্ক। ড্যানিয়েল স্যামসের বলে এলবিডব্লিউ হন ডেভন কনওয়ে। বল দেখে অনেকর মনে হয়েছে যে, হয়তো বাইরে যেত। কিন্তু ডিআরএস নিতে পারেননি ব্যাটার। কারণ, লোডশেডিংয়ের জন্য ডিআরএস প্রযুক্তি কাজ করছিল না। পরের ওভারে যশপ্রীত বুমরার বলে এলবিডব্লিউ হন রবিন উথাপ্পাও। তবে সেই উইকেটটি নিয়ে খুব একটা প্রশ্ন নেই। ক্ষোভ রয়েছে ছন্দে থাকা কনওয়ের আউট নিয়েই।

Continues below advertisement
Sponsored Links by Taboola