মুম্বই: গতকাল মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ১২ ম্য়াচ খেলে এই মুহূর্তে ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই সঙ্গেই ফের একবার প্লে অফের দৌড়ে চলে এসেছে শ্রেয়স বাহিনী। কিন্তু অঙ্ক এখনও জটিল। বাকি ২ ম্যাচে নিজেদের জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। ঠিক কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর। দেখে নেওয়া যাক এক নজরে ---


ঠিক কোন অঙ্কে প্লে অফে কেকেআর?


গুজরাত টাইটান্স ও লখনউ সুপারজায়ান্টস এই মুহূর্তে ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। ২ টো দলই প্লে অফে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। পয়েন্ট টেবিলের একেবারে নিচে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য এই মরসুমের প্লে অফের দরজা আগেই বন্ধ হয়ে গিয়েছে। এবার বাকি রয়েছে বাকি সাতটি দল। গতকালের ম্যাচের পর আরও ১৪টি ম্যাচ রয়েছে। প্রতি ম্যাচে ধরে ধরে অঙ্ক কষে বুঝে নেওয়া যাক কোন অঙ্কে প্লে অফে নাইটরা ।


১০ মে: লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স (যে কোনও দল জিতলেই হবে)


১১ মে: রাজস্থান বনাম দিল্লি (রাজস্থানকে দিল্লিকে হারাতেই হবে)


১২ মে: সিএসকে বনাম মুম্বই (মুম্বইকে জিততেই হবে)


১৩ মে: আরসিবি বনাম পাঞ্জাব (এই ম্য়াচে পাঞ্জাব কিংসকে জিততে হবে)


১৪ মে: কলকাতা বনাম সানরাইজার্স (জয় ছাড়া নাইটদের কাছে আর কোনও বিকল্প নেই)


১৫ মে: সিএসকে বনাম গুজরাত টাইটান্স (গুজরাতকে জিততে হবে)


১৫ মে: লখনউ বনাম রাজস্থান (এই ম্যাচে যে কোনও দল জিতলেই হবে)


১৬ মে: পাঞ্জাব বনাম দিল্লি (এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে জিততে হবে)


১৭ মে; মুম্বই বনাম সানরাইজার্স (এই ম্যাচে মুম্বইকে জিততে হবে)


১৮ মে: কলকাতা বনাম লখনউ (এই ম্যাচেও কলকাতাকে অবশ্যই জিততে হবে)


১৯ মে: আরসিবি বনাম গুজরাত টাইটান্স (গুজরাত টাইটান্সকে জিততেই হবে)


২০ মে: রাজস্থান বনাম চেন্নাই (এই ম্যাচ যে কেউ জিতলেই হবে)


২১ মে: মুম্বই বনাম দিল্লি ক্যাপিটালস (মুম্বইকে এই ম্যাচে জিততে হবে)


২২ মে: পাঞ্জাব বনাম সানরাইজার্স (সানরাইজার্সকে জিততে হবে)


 


ওপরের অঙ্ক মিলে গেলে দিল্লি, সানরাইজার্স, পাঞ্জাব ও সিএসকে তাঁদের লিগ পর্যায়ের শেষে ১২ পয়েন্টে শেষ করবে। অন্যদিকে আরসিবি ও কলকাতা ১৪ পয়েন্ট শেষ করবে। তখন এখানে রান রেটের বিষয় আসবে। এক্ষেত্রে আরসিবি যদি শেষ ২ ম্যাচে হেরে যায় তবে নেট রান রেটে কলকাতার থেকে পিছিয়ে যাবে। একমাত্র সুযোগ থাকবে কলকাতার প্লে অফের পৌঁছোনোর।


আরো পড়ুন: বাবা-মা দিনমজুর, লংজাম্পে দ্যুতি ছড়িয়ে অলিম্পিক্সে মেডেলের স্বপ্নে বিভোর শিভানি