মুম্বই: জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে তিনি বিশ্রামে ছিলেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) সঙ্গে চুক্তিতে ৬ মার্চ পর্যন্ত আইপিএলে মাঠে নামার অনুমতি ছিল না। অবশেষে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে যোগ দিলেন ডেভিড ওয়ার্নার। বাঁহাতি অজি তারকার দলে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। ৩ দিনের কোয়ারেন্টিন কাটিয়ে অবশেষে দিল্লি শিবিরের অনুশীলনে যোগ দেবেন ওয়ার্নার।
দিল্লিতে ওয়ার্নার
ওয়ার্নারের কাছে দিল্লিতে ফেরা অনেকটা ঘরের ফেরার মতো। নিজের প্রথম আইপিএল মরসুমে ২০০৯ সালে দিল্লি শিবিরেই খেলেছিলেন ওয়ার্নার। সেই সময় যদিও দিল্লির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। এরপর সানরাইজার্স হায়দরাবাদের হয়েই কেরিয়ারের বেশিরভাগ সময়টা খেলেছেন। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়নও হয় কমলা জার্সিধারীরা।
তবে গত কয়েক মরসুম ধরে সানরাইজার্সের সঙ্গে ক্রমশ সম্পর্ক খারাপ হতে থাকে ওয়ার্নারের। নেতৃত্ব হারানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দলেও নিজের জায়গা হারাতে থাকেন তিনি। ডাগ আউটেও গত মরসুমে জায়গা হয়নি তারকা এই ব্যাটারের। নিজেই জানিয়েছিলেন যে আ সানরাইজার্সের হয়ে খেলবেন না। এরপরই নিলামের টেবিল থেকে ৬ কোটি টাকায় ওয়ার্নারকে তুলে নেয় দিল্লি ক্য়াপিটালস।