মুম্বই: কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দিয়েছে। রিটেন তো করেইনি, নিলামের টেবিলেও তাঁকে নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি। বরং কানাঘুষো শোনা গিয়েছিল যে, তাঁর স্ট্রাইক রেট নিয়ে অসন্তোষ রয়েছে কেকেআর শিবিরে।
শুভমন গিলকে অবশ্য নিলামের আগেই চুক্তিবদ্ধ করেছিল গুজরাত টাইটান্স। যারা এবারই প্রথম আইপিএলে খেলছে। আর গুজরাত যে ভুল করেনি, শনিবার তা প্রমাণ করে দিলেন শুভমন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ইনিংস ওপেন করে ৪৬ বলে ৮৪ রান করলেন পাঞ্জাবের তারকা ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও চারটি ছক্কা। ব্যাটিং স্ট্রাইক রেট ১৮২-রও বেশি।
ক্রিজে এতটাই দাপট ছিল গিলের যে, একটা সময় মনে করা হচ্ছিল আইপিএলে একই দিনে দুই সেঞ্চুরি দেখতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। দিনের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন জস বাটলার। সেই পথে হাঁটবেন গিলও। কিন্তু খলিল আমেদের বলে সেঞ্চুরির ১৬ রান আগে ফিরতে হয় গিলকে। অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে।
গিলের দাপটে দিল্লির বিরুদ্ধে ১৭১ রান তুলল গুজরাত। ৬ উইকেটের বিনিময়ে। তবে রান পাননি ম্যাথু ওয়েড। ইনিংস ওপেন করতে নেমে মাত্র ১ রান করে ফেরেন। ২০ বলে ১৩ রান করেন বিজয় শঙ্কর। অধিনায়ক হার্দিক পাণ্ড্য ২৭ বলে ৩১ রান করেন। ৮ বলে ১৪ রান করেন রাহুল তেওয়াটিয়া। ডেভিড মিলার ১৫ বলে ২০ রানে অপরাজিত ছিলেন।
আরও পড়ুন: ব্যর্থ তিলক-ঈশানের লড়াই, বাটলারের ব্যাটের দাপটে মুম্বইকে ২৩ রানে হারাল রাজস্থান
দিল্লি ক্যাপিটালস বোলারদের মধ্যে তিন উইকেট মুস্তাফিজুর রহমানের। জোড়া উইকেট খলিল আমেদের। আগের ম্য়াচে দিল্লির জয়ের নায়ক কুলদীপ যাদব এদিনও ছন্দে ছিলেন। নিয়েছেন এক উইকেট। ৪ ওভারে ৩২ রান দিয়ে। অবশ্য নজর কাড়তে পারেননি শার্দুল ঠাকুর। ৪ ওভারে ৪২ রান খরচ করেন।