মুম্বই: টিম কম্বিনেশনে একের পর এক বদল। কিন্তু এরপরও হারের সম্মুখিন হতে হল কলকাতা নাইট রাইডার্সকে (Kolkatya Knight Riders)। টানা পাঁচবার হারের মুখ দেখতে হল শ্রেয়স আইয়ারের দলকে। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) নাইট শিবিরকে ৪ উইকেটে হারিয়ে দিল। বল হাতে কুলদীপ, মুস্তাফিজদের দাপটে বোলিংয়ের যোগ্য সঙ্গ দিলেন ব্যাটিং ডিপার্টমেন্টে ডেভিড ওয়ার্নার, রভম্যান পাওয়েল।
কলকাতাকে ৪ উইকেটে হারাল দিল্লি
১৪৭ রান তাড়া করতে নেমেই দ্রুত ২ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। উমেশ যাদবের বলে আউট হয়ে গেলেন পার্থিব পটেল। কেকেআরের হয়ে প্রথমবার খেলতে নামা হর্ষিত রানা তুলে নিলেন মিচেল মার্শকে। ললিত যাদব ২২ রান করে আউট হন। তবে ললিত যাদব ও ডেভিড ওয়ার্নার মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। শুরুতে কিছুটা ধীরে ইনিংস খেললেও ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন ওয়ার্নার। শেষ পর্যন্ত ৮টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলেন। শেষ বেলায় ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল। ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি।
১৪৬-এ আটকে গিয়েছিল নাইট রাইডার্স
এদিনের ম্যাচে তিনটে বদল করেছিল কলকাতা নাইট রাইডার্স। একাদশে এসেছিলেন নীতিশ রানা, হর্ষিত রানা ও বাবা ইন্দ্রজিৎ। ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ার ও অ্যারন ফিঞ্চ। কিন্তু ২ জনের মধ্য়ে কেউই রান পেলেন না। অজি ওপেনার মাত্র ৩ রান করেই প্য়াভিলিয়নে ফিরে যান চেতন সাকারিয়ার বলে আউট হয়ে। অন্যদিকে বেঙ্কটেশ আইয়ারও মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর টানা আরও ২টো উইকেট হারায় কেকেআর। কুলদীপের একই ওভারে ফিরে যান সুনীল নারাইন ও বাবা ইন্দ্রজিৎ। এরপর শ্রেয়স আইয়ার ও নীতিশ রানা মিলে দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৪২ রান করে আউট হন শ্রেয়স। কুলদীপের বলে হাত খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান রাসেল।