কলকাতা: সব কিছু ঠিকঠাক চলতে চলতি মরসুমে আইপিএলের প্লে অফের তিনটি ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। সেক্ষেত্রে ফাইনাল হতে চলেছে আমদাবাদে অর্থাৎ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সূত্রের খবর, কোভিডের বাড়বাড়ন্ত কমে যাওয়ায় ও প্রায় সব রাজ্যেই বিধিনিষেধে উঠে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। যদিও এখনও বোর্ডের তরফে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, আইপিএলের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হচ্ছে মহারাষ্ট্রের চার ভেন্যুতে- ওয়াংখেড়ে, ডিওয়াই পাতিল, ব্র্যাবোর্ন এবং পুণের এমসিএ স্টেডিয়ামে।                

  


বিসিসিআইয়ের আভাস


এখনও কোনও কিছু নিশ্চিত না হলেও, বিসিসিআইয়ের সূত্র মারফৎ পাওয়া খবরে জানা যাচ্ছে যে, ''আইপিএল ফাইনাল হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে প্লে অফের ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত ঐক্যমতে পৌঁছনো সম্ভব হয়নি। লখনৌ অথবা কলকাতা দুই ভেন্যুই প্লে অফ পাওয়ার দৌড়ে রয়েছে। বোর্ডের একটা অংশ মনে করছে, নতুন ফ্র্যাঞ্চাইজি হিসাবে আবির্ভাবের পরে লখনউ প্লে অফ পাওয়ার দাবিদার। অন্য একটা অংশের মত, কলকাতারও গুরুত্বপূর্ণ ম্যাচ পাওয়া উচিত।''


প্লে অফ ও ফাইনাল


চলতি মরসুমের আইপিএলের ফাইনালে আয়োজিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, এটুকু মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে তিনটে প্লে অফ যদিও কলকাতা নাও আয়োজন করে অন্তত কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটরের ম্যাচ দুটো হয়ত খেলা হবে ইডেন গার্ডেন্সে। অন্যদিকে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়শনের তরফেও আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে একানা স্টেডিয়ামে প্লে অফ আয়োজন করা হয়। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিঁকে ছেড়ে তা দেখার। তবে দৌড়ে যে ইডেনই এগিয়ে তা বলাই বাহুল্য।


অনিশ্চিত সুন্দর


হাতের চোটের জন্য আইপিএলে আগামী ২ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে পারবেন না ওয়াশিংটন। দলের কোচ টম মুডি এই বিষয়ে এক বিবৃতি দিয়েছেন। কমলা জার্সিধারীদের স্পেশালিস্ট স্পিনার হিসেবে এই মরসুমে খেলছিলেন সুন্দর। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩ ওভারে ৪৭ রান দিয়ে প্রথম ম্যাচে কোনও উইকেট পাননি সুন্দর। কিন্তু এরপরে ১১ ওভারে ৬৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন।