কলকাতা: পাঁচবারের চ্যাম্পিয়ন। দলে রোহিত শর্মা, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, যশপ্রীত বুমরার মতো তারকার ছড়াছড়ি। তবে এবারের আইপিএলে (IPL) ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্স (MI)। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে গিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। আজ, বুধবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে নামছে মুম্বই। যে ম্যাচের আগে কেকেআর শিবিরকে সতর্ক করে দিচ্ছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ও সিনিয়র দলের নির্বাচক পার্থসারথী ভট্টাচার্য


আগেও হয়েছে প্রত্যাবর্তন


এবিপি আনন্দের ফেসবুক লাইভে ম্যাচ নিয়ে আলোচনার সময় পার্থসারথী বলেছেন, 'মুম্বই পাঁচবারের চ্যাম্পিয়ন। তাছাড়া কেকেআরের বিরুদ্ধে দারুণ রেকর্ড। দুই দলের মুখোমুখি সাক্ষাতে মুম্বই জিতেছে ২২ ম্যাচ। কেকেআর ৭ ম্যাচ জিতেছে। মুম্বই মানসিকভাবে ভাল জায়গায় থাকবে। টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফর্ম্যাট, যেখানে আগাম পূর্বাভাস করা চলে না। তবে কে বলতে পারে, চলতি আইপিএলে ঘুরে দাঁড়ানোর জন্য কেকেআর ম্য়াচকেই বেছে নিল না মুম্বই! মুম্বই বড় দল। দুটো ম্যাচ হেরেছে। তবে মনে রাখতে হবে ঘুরে দাঁড়ানোর জন্য দরকার একটামাত্র জয়। এরকম পরিস্থিতিতে আগেও পড়েছে। টুর্নামেন্টের শুরুর দিকে পরপর ম্যাচ হেরে পরে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার নজিরও রয়েছে মুম্বইয়ের।'



কামিন্স ও সাউদি একসঙ্গে?


এই ম্যাচে কেকেআর পেয়ে যাচ্ছে প্যাট কামিন্সকে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে যিনি নাইট শিবিরে যোগ দিয়েছেন। কার বদলে খেলানো হবে কামিন্সকে? ছন্দে থাকা টিম সাউদি কি বাদ পড়বেন? পার্থসারথী বলছেন, 'প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্যাপ্টেন। ওকে এবং টিম সাউদি, দুজনকেই একসঙ্গে খেলাতে পারে। সেক্ষেত্রে স্যাম বিলিংসকে বসিয়ে চতুর্থ বিদেশি হিসাবে কামিন্সকে খেলানো যেতে পারে। শেলডন জ্যাকসনকে তখন উইকেটকিপিং করতে হবে। কামিন্স কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটেও সেটা করে দেখিয়েছে।'


পাওয়ার প্লে-তে নারাইন


পার্থসারথী বলছেন, 'যশপ্রীত বুমরা ছন্দে। টাইমাল মিলসও। তবে বাসিল থাম্পি বা এম অশ্বিনের কাছে সাহায্য পাচ্ছেন না। যদিও মুম্বই দল ভাল। যে কোনও ম্যাচে ঘুরে দাঁড়াবে। অন্যদিকে রোহিত শর্মার বিরুদ্ধে সুনীল নারাইনের রেকর্ড দুর্দান্ত। রোহিত ইনিংস ওপেন করে ক্রিজে জমে গেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হয় ওকে থামাতে সুনীল নারাইনকে ব্যবহার করবে কেকেআর। রোহিতের বিরুদ্ধে নারাইনের সাফল্য় দারুণ। তাই পাওয়ার প্লে-তে নারাইনকে ২ ওভার হাত ঘোরাতে দেখলে অবাক হব না।' যোগ করছেন, 'অতীত রেকর্ড এই ম্যাচে প্রভাব ফেলবে না। কেকেআর সামান্য হলেও এগিয়ে থাকবে।'


আরও পড়ুন: বড় ধাক্কা রাজস্থানের, গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন তারকা পেসার