পুণে: অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে সবচেয়ে সফল তিনি। এখনও পর্যন্ত সর্বোচ্চ ৫ বার খেতাব ঘরে তুলেছেন। জাতীয় দলের তিন ফর্ম্য়াটেই বর্তমান অধিনায়কও। কিন্তু এবারের আইপিএল এখনও পর্যন্ত খুব একটা ভাল যায়নি রোহিত শর্মার (Rohit Sharma)। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) এবারের প্রথম ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৩২ বলে ৪১ রান। রাজস্থানে বিরুদ্ধে ১০ রানে আউট হয়েছিলেন রোহিত। আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুম্বইকর। 


নতুন মাইলস্টোন টপকানোর হাতছানি রোহিতের


আর মাত্র ৫৪ রান করলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা। হিটম্যান ছাড়া ভারতীয়দের মধ্যে একমাত্র বিরাট কোহলিই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১০ হাজার রানের মালিক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে যে কোনও টুর্নামেন্ট মিলে নিজের ঝুলিতে ১০ হাজার ৩৩১ রান পুরেছেন। রোহিত সেই তালিকায় নাম লেখাতেই পারেন আজ। 


আইপিএলে ৫০০ বাউন্ডারি


শুধু রানের দিক থেকেই নয়। আর মাত্র ৫টি বাউন্ডারি হাঁকালেই আইপিএলে মোট ৫০০ বাউন্ডারির মালিক হবেন রোহিত। এছাড়া আর মাত্র ১টি বাউন্ডারি হাঁকালেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ৪০০ বাউন্ডারি হাঁকাবেন রোহিত। এই তালিকায় বাকিরা হলেন ক্রিস গেল, শোয়েব মালিক, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার। 


রোহিত শর্মা (Rohit Sharma), ঈশান কিষাণ (Ishan Kishan) থেকে জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah), টিম মুম্বইয়ের তারকার ছড়াছড়ি। তবে বুধবার একটু কিছুটা হলেও অ্যাডভান্টেজ কেকেআর। আন্দ্রে রাসেল (Andre Russel) ফর্মে ফেরায় উজ্জীবিত গোটা দল। আগের ম্যাচে ব্যাট হাতে প্রায় একাই উড়িয়ে দিয়েছিলেন পঞ্জাব কিংসকে। পাশাপাশি, বল হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন উমেশ যাদব (Umesh Yadav)।


কেকেআর (KKR) শিবিরের কাছে আইপিএলে বরাবরেরই বড় গাঁট এমআই (MI) শিবির। এখনও পর্যন্ত আইপিএলে দু’দলের দেখা হয়েছে মোট ২৯ বার। মুম্বইয়ের জয় ২২ টি ম্যাচে। কলকাতার জিতেছে মাত্র ৭ টিতে।