কলকাতা: ময়দানে কালবৈশাখীর পরের সকাল যেমন হওয়া উচিত। ইতিউতি জমে থাকা জল-কাদা। গাছের ঝরা পাতা। শুনশান ক্লাব তাঁবু। ফাঁকা ক্যান্টিন।
রবিবার, কালবৈশাখীর পরের সকালে ময়দানের ছবিটা যেমন দেখা গেল। গোটা চত্বর বাঁশের ব্যারিকেডে ঘেরা। চারপাশে অনেক উৎসাহী মুখ। সকলের মুখে একটাই কথা, টিকিট হবে? দাদা, একটা টিকিট হবে? ইডেন গার্ডেন্সের (Eden Gardens) সামনে গাড়ির আনাগোনা। দূর থেকে চোখে পড়বে ইডেনের বাইরের ব্যস্ততা। ভাড়া বেঁধে বড় বড় ব্যানার লাগানোর কাজ চলছে।
মাঝখানে আইপিএল (IPL) ট্রফির বিশাল ছবি। তার বাঁদিকে কে এল রাহুল (KL Rahul) ও হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ছবি। আর ডানদিকে সঞ্জু স্যামসনের (Sanju Samson)। লখনউ সুপারজায়ান্টস, গুজরাত টাইটান্স, রাজস্থান রয়্যালসের তিন অধিনায়ক। শুধু ডানদিকে দ্বিতীয় ফ্রেমটা ফাঁকা। শনিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি ক্যাপিটালস হেরে যাওয়ায় একেবারে শেষ মুহূর্তে, নাটকীয়ভাবে প্লে অফের যোগ্যতা পেয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাই রাতারাতি ফাফ ডুপ্লেসির ছবি প্রস্তুত করে ওঠা যায়নি। রবিবার বিকেল পর্যন্ত চতুর্থ ফ্রেম ফাঁকাই পড়ে রয়েছে।
তবে শনিবার ঋষভ পন্থদের পরাজয়ের পর থেকে বাংলার ক্রিকেট ভক্তদের মনের ফ্রেমে একটা ছবি জোরালভাবে বসে গিয়েছে। বিরাট কোহলি (Virat Kohli)। এবারের আইপিএলে ইডেনে যে বিরাট-শো দেখা সম্ভব হবে, শনিবার প্রায় মাঝরাতের আগে পর্যন্ত কেউ তা বিশ্বাসই করতে পারেননি। কিন্তু রোহিত শর্মাদের জয় সেটাই সম্ভব করে তুলেছে। ইডেনে জোড়া প্লে অফ। যার মধ্যে ২৪ মে, মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। তবে বাঙালি ক্রিকেটপ্রেমীরা বেশি উচ্ছ্বসিত ২৫ মে নিয়ে। সেদিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলিরা। লখনউ-আরসিবি ম্যাচের টিকিটের চাহিদাও তাই তুঙ্গে। সিএবি কর্তারা বলছেন, হাউসফুল হবে বিরাট-শো।
তবে বাকি তিন দল কলকাতায় পৌঁছে গেলেও, রবিবার বিরাটরা আসছেন না। মুম্বইয়ে আরসিবি শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, টিমহোটেলে শনিবার রাতে সব ক্রিকেটারেরা মিলে একসঙ্গে বসে দিল্লি ক্যাপিটালস-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দেখেছেন। মুম্বইয়ের জয়ের পর প্লে অফের যোগ্যতা পেয়ে ক্রিকেটারেরা উৎসব করেছেন। তারপর রবিবার দিনটা সকলে মিলে টিমহোটেলে বিশ্রামেই কাটিয়েছেন। সোমবার কলকাতায় ঢুকবেন ফাফ ডুপ্লেসি, বিরাট, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আমেদ, আকাশ দীপরা। মঙ্গলবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্র্যাক্টিস করার কথা তাঁদের।
বুধবার রাতের ইডেনে বিরাট-শো দেখার উন্মাদনায় ফুটছে শহর কলকাতা।
আরও পড়ুন: কথা রাখলেন লক্ষ্য, প্রধানমন্ত্রীকে আলমোরার মিষ্টি উপহার ভারতীয় শাটলারের