IPL 2022 Final GT vs RR LIVE: ১১ বল বাকি থাকতে জয়, মোতেরায় রূপকথার রাত গুজরাত টাইটান্সের

IPL 2022 Final GT vs RR LIVE Updates: একটি দলের কাছে প্রথমবার আইপিএলে নেমেই ট্রফি জয়ের সুযোগ। অন্য দলের কাছে ১৪ বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। শেষ হাসি কাদের?

abp ananda Last Updated: 29 May 2022 11:44 PM
GT vs RR Live: ১১ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দিল গুজরাত

১১ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। ৪৩ বলে ৪৫ রানে ক্রিজে ছিলেন শুভমন গিল। দুবার প্রাণরক্ষা পেয়েও যিনি ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। উইকেট ছুড়ে দিয়ে আসেননি। তার পুরস্কারও পেলেন। ছক্কা মেরে ম্যাচ জেতালেন তিনিই।

GT vs RR Live: ম্যাচ জিততে আর ২৪ বলে ২২ রান চাই গুজরাতের

যুজবেন্দ্র চাহালের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন হার্দিক (৩৪)। ১৬ ওভারের শেষে গুজরাত ১০৯/৩। ম্যাচ জিততে আর ২৪ বলে ২২ রান চাই গুজরাতের।

GT vs RR Live Updates: ১২ ওভারের শেষে গুজরাত ৭৭/২

১২ ওভারের শেষে গুজরাত ৭৭/২। ম্যাচ জিততে আর ৪৮ বলে চাই ৫৪ রান।

GT vs RR Live: ম্যাথু ওয়েডকে ফেরালেন ট্রেন্ট বোল্ট

ম্যাথু ওয়েডকে ফেরালেন ট্রেন্ট বোল্ট। ৮ ওভারের শেষে গুজরাতের স্কোর ৩৮/২।

GT vs RR Live: বোল্ড হয়ে গেলেন ঋদ্ধিমান

প্রসিদ্ধ কৃষ্ণর বলে বোল্ড হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা (৭ বলে ৫ রান)। ৪ ওভারে গুজরাতের স্কোর ২২/১।

GT vs RR Live: শুভমন গিলের ক্যাচ ফেললেন যুজবেন্দ্র চাহাল

ট্রেন্ট বোল্টের বলে শুভমন গিলের ক্যাচ ফেললেন যুজবেন্দ্র চাহাল। শুভমন ছিলেন শূন্য রানে।

GT vs RR: মাত্র ১৩০/৯ স্কোরে আটকে গেল রাজস্থান

প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ১৩০/৯ স্কোরে আটকে গেল রাজস্থান। গুজরাতের সামনে জয়ের লক্ষ্য ১৩১ রানের।

GT vs RR Live: ১৮ ওভারের শেষে রাজস্থান ১২০/৭

সাই কিশোরের এক ওভারে উঠল ১৬ রান। ১৮ ওভারের শেষে রাজস্থান ১২০/৭।

GT vs RR Live: ১৫ ওভারের শেষে রাজস্থান ৯৪/৫

শিমরন হেটমায়ারকে ফেরালেন হার্দিক। ১৫ ওভারের শেষে রাজস্থান ৯৪/৫।

GT vs RR Live: ফাইনালের অতিথি অমিত শাহ

আইপিএল ফাইনাল দেখতে মোতেরা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

GT vs RR Live Updates: বাটলারকে তুলে নিলেন হার্দিক

রশিদ খানের বলে মাত্র ২ রান করে ফিরলেন দেবদত্ত পড়িক্কল। হার্দিক পাণ্ড্যর বলে ৩৯ রান করে কট বিহাইন্ড হলেন রাজস্থানের সেরা ব্যাটার জস বাটলার। রাজস্থানের স্কোর ৭৯/৪।

GT vs RR Live Updates: ১৪ রান করে ফিরলেন সঞ্জু স্যামসন

হার্দিক পাণ্ড্যর বলে ১৪ রান করে ফিরলেন সঞ্জু স্যামসন। ১১ ওভারের শেষে রাজস্থান ৭৫/২।

GT vs RR Live: ৮ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৫৯/১

৮ ওভারের শেষে রাজস্থানের স্কোর ৫৯/১।

GT vs RR Live: দয়ালের বলে ফিরলেন যশস্বী

যশ দয়ালের বলে ফিরলেন যশস্বী জয়সবাল (১৬ বলে ২২ রান)। ৪ ওভারের শেষে রাজস্থান ৩১/১।

GT vs RR Live Score: রাজস্থান রয়্যালসের স্কোর বিনা উইকেটে ৭

২ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর বিনা উইকেটে ৭ রান।

GT vs RR Live Score: জার্সি নাম তুলে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে

দৈর্ঘ্যে ৬৬ ফিট, চওড়ায় ৪২ ফিট। এরকম জার্সি আগে কেউ কখনও দেখেননি। আইপিএলের পনেরোতম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দৈত্যাকার জার্সি বানিয়ে চমক দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার ফাইনালের আগে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকরেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই জার্সির উন্মোচন হল। ঘোষণা করলেন রবি শাস্ত্রী। সেই জার্সি নাম তুলে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।

GT vs RR Live Updates: ফাইনালে টস জিতে প্রথম ব্যাটিং রাজস্থানের

টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের।

GT vs RR Live Score: দর্শকঠাসা স্টেডিয়ামে 'রহম্যানিয়া'

ফাইনালের আগে পারফর্ম করলেন এ আর রহমান। গাইলেন বন্দে মাতরম, মুকাবলা... সুহান আল্লা...। সঙ্গে লগানের জনপ্রিয় গান, কোই হামসে জিত না পাবে, চলে চলো...। দর্শকঠাসা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উচ্ছ্বাস।

GT vs RR Live: রণবীর সিংহের চোখধাঁধানো পারফরম্যান্স

আইপিএল ফাইনালের আগে জমকালো সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করছেন রণবীর সিংহ।

GT vs RR Live: বাটলার বনাম রশিদ, ফাইনালের সেরা আকর্ষণ?

চলতি আইপিএলে ১৬ ম্যাচে ৮২৪ রান। চারটি সেঞ্চুরি। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। তবে আইপিএলের ইতিহাসে সেই অরেঞ্জ ক্যাপের লড়াইকে জস বাটলারের মতো এতটা একপেশে করে ফেলতে কাউকে দেখা যায়নি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২০৮ রানে এগিয়ে রয়েছেন ইংরেজ তারকা। রবিবার ফাইনালেও বাটলারের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে রাজস্থান রয়্যালস। বাটলারকে রুখতে গুজরাত টাইটান্সের সেরা বাজি হতে পারেন রশিদ খান। বাটলারের বপিরুদ্ধে আফগানিস্তানের লেগস্পিনারের সাফল্য বেশ ঈর্ষণীয়। টি-টোয়েন্টি ক্রিকেটে বাটলারকে মোট চারবার আউট করেছেন রশিদ। যার মধ্যে তিনবার আইপিএলে। রশিদের বিরুদ্ধে ৮ ইনিংসে মাত্র ২৫ রান করতে পেরেছেন বাটলার। স্ট্রাইক রেট মাত্র ৬০। রবিবার দুজনের ক্রিকেটীয় দ্বৈরথ আইপিএল ফাইনালের সেরা আকর্ষণ হতে চলেছে।

প্রেক্ষাপট

আমদাবাদ: দেখতে দেখতে শেষ লগ্নে চলে এল টাটা আইপিএল ২০২২। আজ রবিবাসরীয় ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথম দলের কাছে প্রথমবার টুর্নামেন্টে খেতাব জয়ের সুযোগ। আর দ্বিতীয় দলের কাছে ১৪ বছর পর ফের খেতাব জয়ের সুযোগ। কে শেষ হাসি হাসবে, তা তো সময়ই বলবে। কিন্তু ২ দলই যে কেউ এই ম্যাচে আন্ডারডগ নয়, তা পরিষ্কার। 


প্রথমবার আইপিএল (IPL) খেলতে নেমেই হইচই ফেলে দিয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। গ্রুপ পর্বে ১৪ ম্যাচে ১০টি জয়। পয়েন্টের বিচারে অন্য সব দলের ধরাছোঁয়ার বাইরে। কোয়ালিফায়ারেও দাপট দেখিয়েছেন হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya। ইডেনে (Eden Gardens) সহজে ম্যাচ জিতে পৌঁছে গিয়েছেন ফাইনালে। 


অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে গুজরাতের বিরুদ্ধে হেরে রাস্তাটা কঠিন হয়ে গিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয় সুযোগে আর কোনও ভুল করেনি রাজস্থান। জস বাটলার এবারের আইপিএলে নিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ট্রফি জয়ের স্বপ্ন ভাঙতে দেননি। এবার দেখার শেষ হাসি কে হাসে। 


ঘরের মাঠে শিরোপা জয়ের সুযোগ গুজরাতের সামনে


টুর্নামেন্টের ১৫ বছরের ইতিহাসে এই নজির রয়েছে একমাত্র চেন্নাই সুপার কিংসের (CSK)। সাল ২০১১। ঘরের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল (IPL) ফাইনাল খেলে সেরার শিরোপা জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। তার ঠিক এগারো বছর পর ধোনিদের সেই কীর্তি স্পর্শ করার সুযোগ গুজরাত টাইটান্সের (GT) সামনেই।


এবারের আইপিএলটা (IPL) বেশ অন্য়রকম কাটছে রোমির (Romi Mitra)। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) নতুন দলের হয়ে নিজেরে পুণঃপ্রতিষ্ঠা করছেন। পারফরম্যান্স দিয়ে সমস্ত সমালোচনার জবাব দিচ্ছেন। আর তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ডামাডোলের সময় স্ত্রী সঙ্গে থাকতে পারছেন না। আগলে রাখতে পারছেন না। দুই সন্তানের কথা ভেবে বায়ো বাবলে প্রবেশ করেননি রোমি। ইডেনে প্লে অফের ম্যাচ দেখেছিলেন গুজরাত টাইটান্সের জন্য বরাদ্দ বক্সে। অন্যান্য ক্রিকেটারের পরিবারের মতো বায়ো বাবলের বক্সে বসা হয়নি।


তবে ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার দেখার ফাঁকে রোমি এবিপি লাইভকে বলেছিলেন, ফাইনাল দেখতে আমদাবাদ যেতে পারেন। জানিয়েছিলেন, আইপিএল ফাইনাল খেলার সুযোগ তো বড় একটা পাওয়া যায় না। তাই এই মাহেন্দ্রক্ষণ মাঠে থেকে দেখতে চেয়েছিলেন রোমি।


কিন্তু বিধি বাম হলে যা হয়। আচমকাই দাঁতের যন্ত্রণায় কাবু রোমি। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যে, যন্ত্রণায় কাতর রোমি তাঁর দাঁত তুলতে বাধ্য হয়েছেন। তাঁর আমদাবাদ যাওয়াও হচ্ছে না। শহরে বসেই গুজরাতের হয়ে গলা ফাটাবেন ঋদ্ধির ঘরণি।


আজ আইপিএল 


গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস


কোথায় খেলা


নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমদাবাদ


কখন শুরু


খেলা শুরু রাত ৮.০০, টস সন্ধে ৭.৩০

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.