মুম্বই: আইপিএলে নো বল বিতর্ক যেন থামতেই চাইছে না। রাজস্থান বনাম দিল্লি ম্যাচে আম্পায়ারিংয়ের প্রতিবাদে সরব হওয়ায় বিসিসিআইয়ের শাস্তির মুখেও পড়তে হয়েছে ঋষভ পন্থ, দলের সহকারী কোচ প্রবীণ আমরে ও শার্দুল ঠাকুরকে। কিন্তু এবার আম্পায়ারিং নিয়ে ট্যুইটারে একটি মিম পোস্ট করলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwel)। সেখানে বারাক ওবামার একটি মিম পোস্ট করেছেন ম্য়াক্সওয়েল। যা এরমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।


 






বিতর্কের সূত্রপাত কীভাবে?


রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস ম্য়াচে শেষ ওভারে শেষ ওভারে জিততে গেলে দিল্লিকে করতে হবে ৬ বলে ৩৬ রান। সেই সময় ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠলেন দিল্লির রোভম্যান পাওয়েল। ২০তম ওভারের প্রথম তিনটে বলই উড়িয়ে দিলেন গ্যালারিতে। আর ওই তিন নম্বর বলটি যাতে ছক্কা হাঁকিয়েছিলেন পাওয়েল, সেই বলটি পাওয়েলের কোমরের বেশি উচ্চতায় এসেছে বলেই দাবি করে দিল্লি ক্যাপিটালস ডাগআউট। ম্যাচ চলাকালীন দেখা যায়, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ দলের সহকারী কোপ প্রবীণ আমরে এবং শার্দুল ঠাকুর রীতিমতো উত্তেজনায় ফুটছেন ডাগআউটে। এরপরই ঋষভ পন্থকে দেখা যায় ক্রিজে থাকা দুই ব্যাটারকে ইশারায় ডেকে নিতে।


কী শাস্তি দেওয়া হল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ ও সহকারী কোচ প্রবীণ আমরেকে?


এদিন আইপিএলের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে লেখা রয়েছে, ২২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে আইপিএল কোড অফ কনডাক্টের ২.৭ ধারায় লেভেল টু অপরাধ হিসেবে ঋষভ পন্থের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হল। দিল্লি ক্যাপিটালসের আর এক ক্রিকেটার শার্দুল ঠাকুরকেও আইপিএল কোড অফ কনডাক্টের ২.৮ ধারায় ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হল। এছাড়াও দিল্লি ক্যাপিটালস দলের সহকারী কোচ প্রবীণ আমরেকেও ম্যাচ ফি-র ১০০ শতাংশ টাকা জরিমানা করা হল। প্রবীণ আমরের ক্ষেত্রে আইপিএল কোড অফ কনডাক্টের ২.২ ধারায় এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রবীণ আমরেকে একটি ম্যাচের জন্য নির্বাসিতও করা হয়েছে।