মুম্বই: আজ আইপিএল-এ (IPL 2022) এক নম্বরের সঙ্গে সাত নম্বরের লড়াই। শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গে খেলা পয়েন্ট তালিকায় সাত নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। আজকের ম্যাচ জিতলে শীর্ষস্থান ধরে রাখতে পারবেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। অন্যদিকে, পয়েন্ট তালিকায় উপরের দিকে ওঠাই লক্ষ্য ঋষভ পন্থের (Rishabh Pant) দলের।


চার ম্যাচে তিনটিতে জয় কেকেআরের


এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ চারটি ম্যাচ খেলেছে কেকেআর। তার মধ্যে জয় এসেছে তিনটি ম্যাচে। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে যেভাবে সহজেই হারিয়ে দিয়েছে কেকেআর, তাতে সমর্থকদের প্রত্যাশা বেড়ে গিয়েছে। বিশেষ করে ১৫ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে কেকেআর সমর্থকদের নতুন নায়ক হয়ে উঠেছেন প্যাট কামিন্স। আজও তাঁর কাছ থেকে একইরকম পারফরম্যান্সের আশায় কেকেআর সমর্থকরা।


আইপিএল-এ এখনও পর্যন্ত সবমিলিয়ে ৪৫টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। তার মধ্যে ২৬টি ম্যাচে জয় এসেছে। কেকেআর-এর হয়ে এবারই প্রথম খেলছেন তিনি। এর আগে দিল্লির অধিনায়ক ছিলেন। আজ পুরনো দলের বিরুদ্ধে শ্রেয়সের লড়াই।


আজ শ্রেয়স-ঋষভ লড়াই


দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে আজ শ্রেয়সের লড়াই। গত মরসুমে দিল্লির অধিনায়ক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৯টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। তার মধ্যে দিল্লি জিতেছে ১১টি ম্যাচে। চলতি মরসুমে তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে দিল্লি। প্রথম ম্যাচে মুম্বইকে ৪ উইকেটে হারিয়ে দিলেও, এরপর দ্বিতীয় ম্যাচে গুজরাত লায়ন্সের কাছে ১৪ রানে হেরে যান শ্রেয়সরা। নিজেদের তৃতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে ৬ উইকেটে হেরে যায় দিল্লি। টানা দু’টি ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় ভাল জায়গায় নেই ঋষভ, পৃথ্বী শ-রা। তাঁরা ঘুরে দাঁড়াতে মরিয়া।


আজ বিকেলে ম্যাচ


আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কেকেআর-দিল্লি ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটে থেকে। এবারের আইপিএল-এ এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত চারটি ম্যাচ হয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচে যে দল পরে ব্যাটিং করেছে, তারা জয় পেয়েছে। চারটি ম্যাচে প্রথমে যে দলগুলি ব্যাটিং করেছে, গড়ে তাদের রান ১৮৯। ফলে আজও বড় রানের আশায় ক্রিকেটপ্রেমীরা।


দিল্লির বিরুদ্ধে এগিয়ে কেকেআর


এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে দিল্লির মুখোমুখি হয়েছে কেকেআর। তার মধ্যে জয় এসেছে ১৬টি ম্যাচে। দিল্লি জিতেছে ১৩টি ম্যাচে।


কোথায় দেখা যাবে খেলা?


ভারতে আজকের ম্যাচ সরাসরি টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি খবরের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।