মুম্বই: চলতি বছরের শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। আইপিএলের মঞ্চকে তাই নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন প্রত্যেকেই। কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর ভারতীয় দলের সদস্য হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখতে চান হার্দিক পাণ্ড্যকে। এবারের আইপিএলে নতুন দল গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে খেলছেন হার্দিক। গত কয়েক মাস খুব একটা ভাল যায়নি হার্দিকের। চোট আঘাত বারবার ভুগিয়েছে। জাতীয় দল  থেকেও বাদ পড়েছেন। তবে চলতি আইপিএল থেকেই ফের একবার জাতীয় দলে ফেরার লড়াই শুরু করতে চান এই তরুণ অলরাউন্ডার। 


সুনীল গাওস্করের বক্তব্য


আইপিএলে কমেন্ট্রির ফাঁকে গাওস্কর বলেন, ''যদি হার্দিক একটুও বল করতে পারে, কত ওভার বল করবে তা বিষয় নয়। কিন্তু একটুও যদি বল করতে পারে, তবে নিঃসন্দেহে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা উচিত হার্দিকের। যদিও বল ভাল করতে পারে হার্দিক, তবে ওর ব্যাটিংয়ের দক্ষতার জন্যই হার্দিককে তড়িঘড়ি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে দলে নেওয়া উচিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অটোমেটিক ঢুকে যাবে হার্দিক।"


দুই দলই আইপিএলে (IPL) নতুন। এবারই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হয়েছে। আর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারাই একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ৫ উইকেটে জিতল গুজরাত টাইটান্স। হারিয়ে দিল কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টসকে।


প্রথম ম্যাচে জয় হার্দিক বাহিনীর


এই ম্যাচ ছিল দুই ভাইয়ের লড়াইও। কারণ, গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আর লখনউ সুপারজায়ান্টসের অন্যতম প্রধান ক্রিকেটার ক্রুণাল পাণ্ড্য। ম্যাচে হার্দিকের উইকেট তুলে নিলেন ক্রুণালই। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। দাদার দলকে হারিয়ে শেষ হাসি হাসলেন ভাই হার্দিকই।


প্রথমে ব্যাট করে ১৫৮/৬ তুলেছিল লখনউ সুপারজায়ান্টস। জবাবে ২ বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নিল গুজরাত টাইটান্স। ২৪ বলে ৪০ রানে অপরাজিত থেকে দলের সর্বোচ্চ স্কোরার রাহুল তেওয়াটিয়া। হার্দিক ৩৩ রান করেছেন। ম্যাথু ওয়েড ও ডেভিড মিলার ৩০ রান করে করেছেন। ৭ বলে ১৫ রান অভিনব মনোহরের।