মুম্বই: আইপিএল (IPL) জমে উঠেছে। তারকাদের পাশাপাশি নজর কেড়ে নিচ্ছেন বেশ কিছু অনামী তরুণ। নতুনদের মধ্যে থেকেই একজনের খেলা ভাল লেগে গেল যুবরাজ সিংহের (Yuvraj Singh)। এমনকী, নিজের সঙ্গে মিলও খুঁজে পেলেন।


মুগ্ধ যুবরাজ


কে সেই তরুণ? সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার অভিষেক শর্মা। এবারের আইপিএলে ব্যাট হাতে নজর কাড়ছেন অভিষেক। তাঁকে দেখে মুগ্ধ ভারতের হয়ে জোড়া বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ। বলেছেন, 'অভিষেকের খেলা দেখলে আমার নিজের কথা মনে পড়ে যায়। বিশেষ করে ওকে পুল বা ব্যাকফুটে শট খেলতে দেখলে মনে হয় আমি এরকমই ব্যাট করতাম।' যুবি যোগ করেছেন, 'শিবম দুবেও অনেকটা সেরকম। তবে ওর ২৮ বছর বয়স'


চলতি আইপিএলে অভিষেক রয়েছেন দুরন্ত ছন্দে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০ ম্যাচে ৩৩১ রান করেছেন। সর্বোচ্চ ৭৫। অভিষেকর স্ট্রাইক রেট প্রায় ১৩৪।


সোশ্য়াল মিডিয়ায় যুবরাজ-পিটারসেন দ্বৈরথ


২২ গজের ধুরন্ধর ২ ক্রিকেটার। নিজেদের দেশের জার্সিতে একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী তাঁরা। মুখোমুখি মহারণে একে অপরকে টেক্কা দিয়েছেন বারবার। ২ জনই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেকদিন হয়ে গেল। এবার ক্রিকেট নয়, ফুটবলের লড়াইয়ে মেতে উঠলেন ২ জন। তবে মাঠে নেমে নয়। সোশ্য়াল মিডিয়া। কীভাবে? তাহলে জেনে নেওয়া যাক -


ক্রিকেটের বাইরে যুবরাজের ফুটবল প্রেম কারও অজানা নয়। ক্লাব ফুটবলে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত বাঁহাতি প্রাক্তন অলরাউন্ডার। গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে খেলতে নেমেছিল রেড ডেভিলসরা। সেই ম্যাচেই ৪-০ ব্যবধানে হেরে যায় রোনাল্ডাে বাহিনী। এরপরেই সোশ্য়াল মিডিয়ায় যুবরাজের সঙ্গে ঠাট্টা করতে থাকেন কেভিন পিটারসেন। ম্যান ইউ এবার চ্যাম্পিয়ন্স লিগেও সেমিতে উঠতে পারেনি। তার ওপর প্রিমিয়ার লিগে ব্রাইটনের মতো দলের বিরুদ্ধে এভাবে লজ্জার হার। পিটারসেন এরপরই ট্যুইটারে মজা করতে থাকেন যুবির সঙ্গে। তবে কম যান না যুবিও। তিনিও চ্য়াম্পিয়ন্স লিগে পিটারসেনের প্রিয় দল চেলসির ছিটকে যাওয়াকে টেনে এনে ইংল্যান্ড তারকাকে নিয়ে ঠাট্টা করতে থাকেন। এই লড়াই বেশ জমে ওঠে ট্যুইটারে। ২ প্রাক্তন ক্রিকেটারের সমর্থকরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন ২ জনের 'সোশ্য়াল যুদ্ধ'।


আরও পড়ুন: স্ত্রী সন্তানসম্ভবা, রাজস্থান শিবির ছা়ড়লেন শিমরন হেটমায়ের