বেঙ্গালুরু: শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে তখন পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দর কষাকষি তুঙ্গে। আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন হিউ এডমেডেস। যিনি আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন।


আইপিএলের (IPL) ইতিহাসে তো বটেই, গোটা বিশ্বে খেলাধুলোর ইতিহাসে এরকম ঘটনা আগে ঘটেছে কি না মনে করা যাচ্ছে না। খেলার মাঠে খেলোয়াড়দের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আইপিএলের নিলাম চলাকালীন অকশনার লুটিয়ে পড়ছেন, এ দৃশ্য কখনও দেখা যায়নি।


সেরকমই আকস্মিক ঘটনা ঘটে গেল শনিবার। নিলাম চলাকালীন লুটিয়ে পড়লেন অকশনার হিউ এডমেডেস (Hugh Edmeades)। যা দেখে শঙ্কিত গোটা ক্রিকেটবিশ্ব। শুরু হয়ে গিয়েছে প্রার্থনা। তাঁর পরিবর্তে শনিবার, ১২ ফেব্রুয়ারি, নিলামের বাকি অংশের সঞ্চালনা করবেন পরিচিত ধারাভাষ্যকার চারু শর্মা (Charu Sharma)। হিউ আচমকা অসুস্থ হয়ে পড়ায় লাঞ্চ ব্রেক এগিয়ে আনা হয়েছিল। 


শনিবার নিলাম চলাকালীন হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান হিউ। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছিল তাঁর জন্য। সেই অবস্থাতেই সংজ্ঞা হারান হিউ।


কী হয়েছিল হিউয়ের? ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হল, তাঁর পস্টিউরাল হাইপোটেনশন হয়েছিল। যাঁর অর্থ, এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবস্থান বদলাতেই আচমকা তাঁর রক্তচাপের পতন হয়। এতটাই যে, তিনি ভারসাম্য হারান। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, হিউয়ের অবস্থা স্থিতিশীল।


আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউ। ২০১৮ সালে জয়পুরে আইপিএল-এর নিলাম করেন তিনি। প্রথম বার সেটাই তাঁর আইপিএল নিলাম। চার বছর পর ফের আইপিএল-এর মেগা নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত ছিলেন তিনিও। প্রথম বার দুই দিনের আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন তিনি।


শনিবার আইপিএলের নিলামের টেবিলে দেখা গেল শাহরুখ খানের (SRK) পুত্র আরিয়ানকে (Aryan Khan)। বোন সুহানা খান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেটার সঙ্গে। কলকাতা নাইট রাইডার্সের নিলামের টেবিলে আকর্ষণের কেন্দ্রে রইলেন আরিয়ান।


মাদক কাণ্ডে জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। পরে তিনি জামিনে ছাড়া পান। তারপর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ানকে। শাহরুখও বড় একটা প্রকাশ্যে আসেননি। তবে সম্প্রতি শ্যুটিংয়ে ফিরেছেন কিংগ খান। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের পর সস্ত্রীক শাহরুখ শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।


এবার প্রকাশ্যে এলেন আরিয়ানও। তাঁকে বেশ খোশমেজাজেই দেখা গেল। কোন ক্রিকেটার কেনা হবে, কার জন্য দর হাঁকা হবে, সেসব নিয়ে গম্ভীর আলোচনাও করলেন দলের কর্তাদের সঙ্গে।


অধিনায়ক কে হবেন? কী বলছেন কেকেআর কর্তা?