বেঙ্গালুরু: আইপিএলের (IPL 2022) মেগা অকশনের আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে সবচেয়ে বেশি আলোচনা একটা বিষয়েই। দলের অধিনায়ক কে হবেন। অইন মর্গ্যানের (Eoin Morgan) ওপর ভরসা রাখা হবে, নাকি নেতৃত্বের দায়িত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হবে নতুন কাউকে?
শনিবার নিলামের প্রথম দিন। তার আগে অধিনায়ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর (Venky Mysore)। সাফ জানিয়ে দিলেন তাঁদের স্ট্র্যাটেজি।
বেঙ্কি বললেন, 'আমাদের লক্ষ্য আগে একটা ভাল দল তৈরি করা। শুরুতেই অধিনায়ক কে হবেন, তা নিয়ে ভাবছি না। আগে আমাদের ভাল একটা দল বেছে নিতে হবে। তারপর কে অধিনায়ক হবে, সেটা নির্ধারিত হবে।'
অধিনায়ক নিয়ে গত কয়েক মরসুমে চূড়ান্ত নাটক তৈরি হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলাদের দলের অন্দরমহলে। দীনেশ কার্তিক অধিনায়ক ছিলেন। কিন্তু মরসুমের মাঝপথে কার্তিককে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মর্গ্যানকে। ইংরেজ তারকার নেতৃত্বে গত মরসুমে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছিল কেকেআর। পয়েন্ট টেবিলের তলানি থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে পৌঁছেছিল। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের কাছে ফাইনালে হারতে হয় নাইটদের।
গেল থেকে রুট, আসন্ন আইপিএলে দেখা যাবে না এই তারকাদের
তবে এই মরসুমে মর্গ্যানকে ধরে রাখেনি কেকেআর। রিটেন করেছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তীকে। তারপর থেকেই জোর জল্পনা, কেকেআরের অধিনায়ক হবেন কে। অনেকেই মনে করেছিলেন যে, নিলাম থেকে আগে দলকে নেতৃত্ব দিতে পারেন, এমন কাউকে শুরুতেই তোলার জন্য ঝাঁপাবে কেকেআর। কিন্তু শেষ পর্যন্ত অন্য কৌশলের কথা জানালেন কেকেআর শীর্ষ কর্তা।
বিনোদনের ক্রিকেট লিগে ৫৯০ জন ক্রিকেটার নিলামে উঠলেও অনেক এমন তারকা ক্রিকেটার রয়েছেন। যাঁদের দেখা যাবে না আসন্ন টুর্নামেন্টে। তাঁদের মধ্যে রয়েছেন ক্রিস গেল থেকে ইংল্যান্ডের ক্যাপ্টেন জো রুটও।