মুম্বই: আট ম্যাচে ১৭ উইকেট। চলতি আইপিএলে (IPL) যেন পুনর্জন্ম হয়েছে কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। পার্পল ক্যাপের দৌড়ে দু'নম্বরে চায়নাম্যান স্পিনার। যাঁকে কলকাতা নাইট রাইডার্স গতবার নিলামের আগেই ছেড়ে দিয়েছিল। আর জবাব দেওয়ার জন্য কেকেআর ম্যাচকেই বেছে নিয়েছেন কুলদীপ। বৃহস্পতিবারও ৪ উইকেট তুলে নিয়ে তিনিই ম্যাচের সেরা।


কেকেআরের বিরুদ্ধে দুই ম্যাচে ৮ উইকেট। কুলদীপ বলছেন, 'বোলার হিসাবে হয়তো উন্নতি করেছি। তবে মানসিকভাবে আমি এখন অনেক শক্তিশালী। জীবনে ব্যর্থ হওয়ার পর ঠিক করে নিতে হয় কোন জায়গায় উন্নতি করা যায় আর আমি সেটাই করেছি। আমি এখন আর ব্যর্থ হওয়ার ভয় পাই না।'


কেকে-হার


গতকাল আইপিএল-এ (IPL 2022) ফের হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে দু’টি ম্যাচেই হেরে গেল কেকেআর (KKR)। প্রথম ম্যাচে ৫৫ রানে হেরে যাওয়ার পর গতকাল ৪ উইকেটে হেরে গিয়েছে কেকেআর। এই দু’টি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav), যাঁকে এই মরসুমে দলে রাখেনি কেকেআর। পুরনো দলের বিরুদ্ধে দু’টি ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুলদীপ। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর গতকালের ম্যাচে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।


১৪৬-এ আটকে গিয়েছিল নাইট রাইডার্স


বৃহস্পতিবারের ম্যাচে তিনটে বদল করেছিল কলকাতা নাইট রাইডার্স। একাদশে এসেছিলেন নীতিশ রানা, হর্ষিত রানা ও বাবা ইন্দ্রজিৎ। ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ার ও অ্যারন ফিঞ্চ। কিন্তু ২ জনের মধ্য়ে কেউই রান পেলেন না। অজি ওপেনার মাত্র ৩ রান করেই প্য়াভিলিয়নে ফিরে যান চেতন সাকারিয়ার বলে আউট হয়ে। অন্যদিকে বেঙ্কটেশ আইয়ারও মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর টানা আরও ২টো উইকেট হারায় কেকেআর। কুলদীপের একই ওভারে ফিরে যান সুনীল নারাইন ও বাবা ইন্দ্রজিৎ। এরপর শ্রেয়স আইয়ার ও নীতিশ রানা মিলে দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৪২ রান করে আউট হন শ্রেয়স। কুলদীপের বলে হাত খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান রাসেল। 


কলকাতা-দিল্লি ম্যাচের পর মিম


এই ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। বেশিরভাগ মিমেই দেখা যাচ্ছে কুলদীপকে। পুরনো দলের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি মিম মেটিরিয়ালও খুঁজে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার, গতকাল শূন্য রানে আউট হওয়া আন্দ্রে রাসেলকে নিয়েও মিম দেখা যাচ্ছে।


আরও পড়ুন: শিখর ও ঋষি, ক্রিকেট মাঠের দুই ধবন কি দুই ভাই? জল্পনায় তোলপাড় নেটদুনিয়া