মুম্বই: আইপিএল-এ (IPL 2022) গত পাঁচটি মরসুমে খেলার সুযোগ পাননি। দীর্ঘদিন পর পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচে প্রত্যাবর্তন ঘটালেন অলরাউন্ডার ঋষি ধবন (Rishi Dhawan)। ব্যাট করার সুযোগ না পেলেও, বল হাতে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও শিবম দুবের (Shivam Dube) উইকেটও নিয়েছেন ঋষি। ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি। এর মধ্যে শেষ ওভারে ধোনির উইকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।


ভাই-ভাই!


সেই ম্যাচের পর থেকে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, ঋষি ধবন কি শিখর ধবনের ভাই? দুজনের পদবিই ধবন হওয়ায় অনেকেই বলাবলি শুরু করেন যে, ঋষি ও শিখর দুই ভাই। অনেকে আবার বলতে থাকেন যে, নিজের ভাই না হলেও দুই ক্রিকেটার নিকটাত্মীয়।


কিন্তু ঋষি ও শিখরের সম্পর্ক ঠিক কী? আসলে তাঁদের মধ্যে কোনও সম্পর্কই নেই। একজনের উত্থান হিমাচল প্রদেশ থেকে। অন্যজন দিল্লির। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে কোনও জল্পনারই কোনও ভিত্তি নেই।


৫ বছর পর আইপিএল-এ ফিরলেন ঋষি ধবন


এবারের আইপিএল-এর নিলামে ৫৫ লক্ষ টাকা দিয়ে ঋষিকে দলে নেয় পাঞ্জাব কিংস। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে হিমাচল প্রদেশের এই অলরাউন্ডারের পারফরম্যান্স দুর্দান্ত। তাঁর দল গত মরসুমে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। এই পারফরম্যান্সের সুবাদেই এবার আইপিএল-এ খেলার সুযোগ পেলেন ঋষি।


সেফটি গিয়ারে নজর কাড়লেন ঋষি ধবন


আজকের ম্যাচে ৩২ বছর বয়সি এই অলরাউন্ডার নজর কেড়ে নিয়েছেন সেফটি শিল্ডের জন্য। রঞ্জি ট্রফি খেলার সময় নাকে চোট পান ঋষি। সেই চোট সারানোর জন্য তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়। সেই কারণে আজ বোলিং করার সময় তাঁকে বিশেষ সেফটি গিয়ার পরে থাকতে দেখা যায়, যা ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেফটি গিয়ার পরা ঋষির ছবি ভাইরাল।


নাকের চোটের জন্যই চলতি আইপিএল-এ শুরুর দিকের ম্যাচগুলি খেলতে পারেননি ঋষি। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে দলকে ম্যাচ জিততে সাহায্য করলেন তিনি।