মুম্বই : তাঁর ঘূর্ণির সঙ্গে পরিচিত গোটা বিশ্ব। আইপিএলের (IPL2022) মঞ্চেও কায়েম রয়েছে রশিদ খানের বোলিং জাদু। গুজরাট টাইটান্সের (Gujrat Titans) হয়ে বল-হাতে ভেলকি দেখানোর পর ব্যাটার হিসেবে নিজেকে আরও পরিপক্ক করার বাসনাই প্রকাশ করলেন রশিদ খান (Rashid Khan)। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে তাদের বড়ো স্কোর খাড়া করতে দেননি রশিদ।


পাঞ্জাবের বিরুদ্ধে রশিদের ভেলকি


আক্রমণে আসার পর প্রথমে সেট হয়ে যাওয়া শিখর ধবনকে (৩৫) ফিরিয়ে তাঁর ও লিয়াম লিভিংস্টোনের ৫২ রানের পার্টনারশিপ ভাঙেন রশিদ। পরে রন্ত ছন্দে থাকা লিয়াম লিভিংস্টোনকেও (৬৪) সাজঘরের পথ ধরান তিনিই। আর পাঞ্জাবের ইনিংসের শেষপর্বে ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত দেওয়া শাহরুখ খানকে সাজঘরে ফেরান রশিদ খান (৩/ ২২) (Rashid Khan)। ৪ ওভারে মহা মূল্যবান ১০টি ডট বল খেলিয়েছেন রশিদ।


ব্যাটার রশিদকে পরিপক্ক করার বাসনা


বল-হাতে ভেলকি দেখালেও নিজের ব্যাটিংয়ে উন্নতি করাই লক্ষ্য আফগান ক্রিকেটারের। রশিদ বলেছেন, 'আমি মনে করি এখন যেরকম ব্যাটিং করতে পারি তাতে আরও উন্নতি করা সম্ভব। ব্যাটার হিসেবেও আরও বাড়তি দায়িত্ব নেওয়া উচিত আমার।'






প্রসঙ্গত, বেশ কয়েকবছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে দুরন্ত ট্র্যাক-রেকর্ডের পরে এবারে ফ্র্যাঞ্চাইজি বদলেছেন রশিদ। ১৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স।


আরও পড়ুন- লিভিংস্টোনের লড়াকু ইনিংস, গুজরাটকে ১৯০ টার্গেট দিল পাঞ্জাব