মুম্বই: আইপিএলে (IPL) তাঁর নেতৃত্বে খেলছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে টুর্নামেন্ট চলাকালীনই ঋষভ পন্থ (Rishabh Pant) তাঁর প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন।


বাবার উদ্দেশে


ইনস্টাগ্রামে একটি আবেগময় পোস্ট লিখলেন পন্থ। আইপিএল ২০২২ চলাকালীন আবেগে ভাসলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ও টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার ঋষভ। তাঁর বাবা মারা গিয়েছেন পাঁচ বছর হয়ে গিয়েছে। বাবা রাজেন্দ্র পন্থকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন পন্থ। তাঁর কেরিয়ারকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঋষভের বাবা এবং পন্থের প্রয়াত কোচ তারক সিনহা। ফুসফুসের ক্যান্সারের কারণে তারক সিনহা গত বছর মারা গিয়েছেন। আর ২০১৭ সালে বাবাকে হারিয়েছিলেন পন্থ।


বাবার উদ্দেশে পন্থ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি যা ছিলাম সেভাবেই তিনি আমাকে খুব ভালবাসতেন। আমি যা হওয়ার চেষ্টা করেছিলাম তার জন্য তিনি আমাকে গ্রহণ করেছিলেন। তাই বাবা শক্তিশালী। তাঁর শক্তি আমাদের নিরাপত্তার অনুভূতি দেয়। এখন যেহেতু বাবা আপনি স্বর্গে আছেন, আমি জানি আপনি আমাকে রক্ষা করবেন। আমার বাবা হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যতক্ষণ না আমরা আবার দেখা করি, আমি সর্বদা আপনাকে ভালোবাসব এবং আপনার অভাব টের পাব।’



শ্রদ্ধার্ঘ্য


প্রসঙ্গত, আইপিএল ২০২২ শুরু হওয়ার আগে ঋষভ পন্থ বলেছিলেন যে, তাঁর কোচ তারক সিনহা তাঁর বাবার মতো ছিলেন। পন্থ বলেছিলেন যে, তাঁর বাবা এবং তাঁর কোচ তাঁর সাফল্যের কারণ। উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমি সত্যিই আমার বাবাকে মিস করি। বাবা আমাকে ছেড়ে চলে গেলেও আমি ক্রিকেট খেলছিলাম। তারক স্যার ছিলেন আমার দ্বিতীয় বাবার মতো। তিনি যখন আমাদের ছেড়ে চলে গেলেন, আমি আবার খেলায় ব্যস্ত হয়ে পড়লাম। এই মানুষগুলোই আমাকে সেখানে নিয়ে গিয়েছেন যেখানে আমি আজ দাঁড়িয়ে আছি।’


ক্রিকেটে শুরু হলেও ফুটবলে রোটেশন চালু করা কঠিন, বলছেন আইএসএলের তারকারা