মুম্বই: আইপিএল জমিয়ে দিল রাজস্থান রয়্যালস। লখনউ সুপারজায়ান্টসকে ২৪ রানে হারিয়ে দিল সঢঞ্জু স্যামসনের দল। সেই সঙ্গে প্লে অফের দৌড়ে আরও কিছুটা এগিয়ে গেল তারা। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে এই মুহূর্তে রয়েছে রাজস্থান। এদিকে রাজস্থানের এই জয়ের সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের জন্য প্লে অফের সম্ভাবনাও বেশ কমছে ক্রমেই। 


১৫৪ রানে আটকে গেল লখনউ


১৭৯ রান তাড়়া করতে নেমে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে গেল লখনউ সুপারজায়ান্টসের ইনিংস। এদিন দলের ২ ফর্মে থাকা ওপেনার কুইন্টন ডি কক ও কে এল রাহুল কেউই রান পেলেন। শুরুতেই আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। আয়ুশ বাদোনিও রান পাননি এদিন। ক্রুণাল পাণ্ড্য ২৫ রান করে আউট হন। মার্কাস স্টোইনিস ২টো ছক্কা ও ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে পেরেন। মাঝে মরিয়া লড়াই করেছিলেন দীপক হুডা। ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫৯ রান করে প্য়াভিলিয়নে ফেরেন তিনি। রাজস্থান বোলারদের মধ্যে ২টো করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ ও ট্রেন্ট বোল্ট ও ওবেদ ম্যাকওয়ে। ১টি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন।


ব্যর্থ বাটলার, রান পেলেন জয়সওয়াল


জস বাটলারের সঙ্গে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন জশস্বী জয়সওয়াল। এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাটলার। কিন্তু এদিন পারলেন না নিজের নামের প্রতি সুবিচার করতে। ৬ বলে মাত্র ২ রান করে ফিরে গেলেন আবেশ খানের বলে বোল্ড হয়ে। তবে জয়সওয়াল এদিন রান পেলেন। চলতি আইপিএলে রানের খরা চলছিলই। এদিন ২৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেললেন বাঁহাতি ওপেনার। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান জয়সওয়াল। সঞ্জু স্যামসন ৬টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে নেমে ১৮ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন দেবদত্ত পড়িক্কল। ৫টি চার ও ২টো ছক্কা হাঁকান দেবদত্ত। রিয়ান পরাগ ১৯ ও জিমি নিশাম ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান বোর্ডে তুলে নেয় রাজস্থান রয়্যালস।