মুম্বই: প্রথমে মনে করা হচ্ছিল যে এবারের আইপিএলের নিলামেই তাঁকে দেখতে পাওয়া যাবে না। কিন্তু শেষ পর্যন্ত নিলামে নাম দিয়েছেন তিনি। তবে আসন্ন মরসুমে আইপিএলে মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার ৫৯০ জনের যে তালিকা প্রকাশ হয়েছে নিলামে ওঠার প্লেয়ারদের, সেই তালিকায় রয়েছে। নিজের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন ডানহাতি জোফ্রা। তবে চোটের কারণে আসন্ন টুর্নামেন্টে তাঁকে হয়ত পাওয়া যাবে না। বিসিসিআইয়ের তরফে এই কথা আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েও দিয়েছে। কিন্তু ইসিবির তরফে বিসিসিআইয়ে এমনও জানিয়ে দেওয়া হয়েছে যে ২০২৩-২৪ মরসুমে টুর্নামেন্টে খেলবেন জােফ্রা। তাই নিলামে নাম দিয়েছেন তিনি। বিসিসিআইয়ের তরফে এমনও সব দলকে জানিয়ে দেওয়া হয়েছে যে আর্চারকে এই মরসুমের জন্য় কেউ যদি নেই, তবে তা নিজেদের রিস্কেই নিতে হবে। কারণ কোনো রিপ্লেসমেন্ট প্লেয়ার মাঝপথে পাবে না কোনাে ফ্র্যাঞ্চাইজি।
চলতি মাসের ১২, ১৩ তারিখ বেঙ্গালুরুতে বসতে চলেছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। মোট ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে ওই ২ দিনে। সেই তালিকাই এদিন প্রকাশ করা হয়েছে। চলতি বছর আইপিএলের ১৫ তম সংস্করণ। ক্রিকেটারদের মধ্যে মোট ২২৮ জন ক্যাপড প্লেয়ার, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ার ও ৭জন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার এবার নিলামে উঠছেন। এবারের আইপিএলে মোট ১০ দলের খেলা হবে। লখনউ ও আমদাবাদ নতুন ২ টো ফ্র্যাঞ্চাইজি।
২ কোটি টাকা বেস প্রাইস রাখা ক্রিকেটারের সংখ্য়া এবারের নিলামে মোট ৪৮ জন। ২০ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি ৫০ লক্ষ। ৩৪ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি। ৩৭০ জন ভারতীয় প্লেয়ার যেখানে নিলামে অংশ নিচ্ছেন। সেখানে ২২০ জন বিদেশি প্লেয়ার এবারের নিলামে উঠছেন।
আরো পড়ুন: ঋদ্ধি, মনোজ সহ আইপিলের নিলামে বাংলার ১৪ ক্রিকেটার