বেঙ্গালুরু: ২০১১ সালে প্রথমবার এসেছিলেন এই ফ্র্যাঞ্চাইজিতে। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল (ipl) কেরিয়ার শুরু করলেও কেরিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন আরসিবিতেই। প্রথমে ড্যানিয়েল ভেত্তোরির কোচিংয়ে ও পরে বিরাট কোহলির (virat kohli) নেতৃত্বে খেলেছেন এতগুলো বছর। স্বাভাবিকভাবেই একটা আলাদা আবেগ কাজ করে দলের প্রতি। আরসিবি পডকাস্টের এক সাক্ষাৎকারে এবিডি আরসিবি ও এই দলের সঙ্গে তাঁর ইমোশন কতটা জড়িয়ে সেই নিয়ে মুখ খুললেন।
আরসিবির হয়ে মোট ৪৪৯১ রান করেছেন বিশ্ব ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি নামে পরিচিতত এবিডি। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছিলেন তিনি। প্রাক্তন প্রোটিয়া তারকা বলছেন, ''আরসিবির সঙ্গে আমি একটা আলাদা একাত্মতা অনুভব করি। যখনই মাঠে নামি, যখনই বেঙ্গালুরুতে আসি, তখনই একটা ফ্রেশ ব্যাপার অনুভব করতে পারি। আমাকে অন্য যে কোনো দলে দিয়ে দাও, কিন্তু আমার মনে হয় না, এই বিষয়টা অনুভব করতে পারব কি না। মুম্বই, দিল্লি কোনো দলেই আমি হয়ত আরিসিবির মতো আর একাত্ম হতে পারতাম না।''
এক সমর্থকের আবদার ছিল যে এখানে একটি অ্যাপার্টমেন্ট যেন নিয়ে নেন এবিডি। মজার ছলে সেই প্রশ্নেরও উত্তর দিলেন এবিডি। তিনি বলেন, ''আমার একটা বড় অ্যাপার্টমেন্ট দরকার। আমার তিন সন্তান বড় হচ্ছে। ওদের জন্যই আমার অনেক ঘর দরকার। তাই বিশাল অ্যাপার্টমেন্ট দরকার আমার।''
সবরকমের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এবিডি। আইপিএলে আরসিবির সঙ্গে কি কোনো অন্য ভূমিকায় দেখা যেতে পারে? এবিডি বলেন, ''আমি আশা করি আরসিবি ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে আমার কিছু করার আছে। আমি জানি না ভবিষ্যতে কী হবে। কিন্তু আমার বিশ্বাস দলের তরুণদের সঙ্গে কাজ করার ব্য়াপারে আমি থাকতে পারব আরসিবির সঙ্গে।''