কলকাতা: আইপিএলের (IPL 2022) নিলাম নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসার কথা মেগা নিলাম। যুযুধান দশটি দল নিলামের নকশা সাজাতে শুরু করে দিয়েছে।


এরই মধ্যে বড় ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নিলাম থেকে কোন ক্রিকেটারকে কেনা হবে, কার জন্য দর কষাকষি করা হবে, তা ঠিক করে দিতে পারবেন সমর্থকেরাও!


বৃহস্পতিবার সেরকমই ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (KKR)। শাহরুখ খান-জুহি চাওলার দলের তরফে ইউটিউব লাইভে এসে কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর ও অন্যতম মেন্টর অভিষেক নায়ার জানান, দলের তরফে একটি মক অকশন আয়োজন করা হবে । সেখানে অংশ নিতে পারবেন নাইট ভক্তরা । ক্রিকেটার কেনা নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন।  মোট ৩০ জন ভক্তকে মক অকশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে । তাঁদের মধ্যে থেকে তিনজন সুযোগ পাবেন নিলামের আগে কেকেআরের থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে নিজেদের মত বিনিময় করার ।


আসন্ন আইপিএল মরসুমের আগে দল গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স । সেই মত দলের বোলিং কোচ নিযুক্ত করা হয়েছে প্রাক্তন ভারতীয় বোলার ও প্রাক্তন জাতীয় দলের বোলিং কোচ ভরত অরুণকে। ২০১৪ সাল থেকে ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন ভরত অরুণ। তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ভরত অরুণ দেশের হয়ে টেস্ট ও ওয়ান ডে খেলেছেন । 


কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে জানিয়েছিলেন, ''আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভরত অরুণকে আমরা বোলিং কোচ হিসেবে নিযুক্ত করতে পেরেছি। ওঁর অসম্ভব অভিজ্ঞতা আমাদের দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে ও প্লেয়ারদের সঙ্গে ভাগ করে নেবে। নাইট পরিবারে ভরত অরুণকে স্বাগত।''


টি-টোয়েন্টি দল থেকে ৬ মাসের বিরতি, তামিম ফিরবেন কি আর?