কলকাতা: অপেক্ষার অবসান। শুরু হতে চলেছে আইপিএলের (IPL) পনেরোতম সংস্করণ। প্রথম ম্যাচেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস (KKR vs CSK)। যে দুই দল গতবার আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হচ্ছে স্যাম বিলিংসের। উইকেটরক্ষার দায়িত্ব সামলাবেন তিনিই। প্রথম একাদশে রয়েছেন শেলডন জ্যাকসনও। তিনিও উইকেটকিপার।


কিন্তু দুজনই অনিয়মিত উইকেটকিপার। যা দেখে কারও কারও মনে হচ্ছে, অনিয়মিত উইকেটকিপার নিয়ে গোটা একটা টুর্নামেন্ট খেললে সমস্যায় পড়বে না তো কেকেআর?


প্রশ্ন যখন কিপারকে নিয়ে


প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতে, উইকেটকিপার কেকেআরের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। এবিপি লাইভকে বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক বলছেন, 'কেকেআরকে ভোগাবে উইকেটকিপিং। দলে যে দু’জন উইকেটকিপারকে নেওয়া হয়েছে, সেই শেলডন জ্যাকসন ও স্যাম বিলিংস, দুজনই পার্টটাইম উইকেটকিপার। জ্যাকসন ঘরোয়া ক্রিকেটেও সৌরাষ্ট্রের হয়ে নিয়মিত কিপিং করে না। বিলিংসকেও ইংল্যান্ড নিয়মিত উইকেটকিপার হিসাবে খেলায় না। তাই এই জায়গাটায় পিছিয়ে থাকবে কেকেআর।'


কঠিন পরীক্ষা


কেন সমস্যায় পড়বে কেকেআর, সেটাও বলে দিচ্ছেন সম্বরণ। তাঁর কথায়, 'ভুলে গেলে চলবে না কেকেআরে দুজন বিস্ময় স্পিনার রয়েছে। সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী। ওদের বল যখন তখন ঘুরবে, লাফাবে। চকিতে ক্যাচ বা স্টাম্পিংয়ের সুযোগ আসবে। সেগুলো কাজে লাগাতে হবে। ম্যাচের কোনও গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ বা স্টাম্পিংয়ের সুযোগ হারালে তার খেসারত কিন্তু ম্যাচে দিতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফর্ম্যাট যেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ কম।'


আইপিএলে চেন্নাই বরাবরই কড়া গাঁট কেকেআরের। প্রথম ম্যাচে কী হবে? সম্বরণ বলছেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে আগাম ফেভারিট বেছে নেওয়া যায় না। কেকেআরের বিরুদ্ধে সিএসকে-র রেকর্ড খুব ভাল। কিন্তু তাই বলে কেকেআরকে হিসেবের বাইরে রাখা যায় না। গতবার যেভাবে ওরা আইপিএলে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছিল, কৃতিত্ব দিতেই হবে। একজন ক্রিকেটারের জন্য ঘুরে দাঁড়িয়েছিল। বেঙ্কটেশ আইয়ার।'


মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চেন্নাইকে চাপে রাখবে বলে মনে করেন সম্বরণ। বলেছেন, 'ক্যাপ্টেন ধোনির অভাব অনুভূত হবে। অধিনায়ক রবীন্দ্র জাডেজার অগ্নিপরীক্ষা। এবারের আইপিএলে অনেক নতুন অধিনায়ক। হার্দিক পাণ্ড্য নেতৃত্ব দেবে। জাডেজা অধিনায়ক হয়েছে। কিন্তু জাডেজা ধোনির জুতোয় পা গলাচ্ছে। ধোনির ম্যাচ রিডিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিরাট ব্যাপার। জাডেজাকে তাই কঠিন কাজ করে দেখাতে হবে।'


আরও পড়ুন: ডাক্তার দেখাতে গিয়ে অপমানিত মা, আইপিএল প্রস্তুতির ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী ঈশান