পুণে: গতবার রানার্স আপ হলেও এবার একেবারে নতুনভাবে নিজেদের দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এবারের অভিযান শুরু করেছেন শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। আজ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। মুম্বই যেখানে ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই হেরেছে, সেখানে কলকাতা ৩ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। 


কলকাতা শিবিরের জন্য সুখবর অনুশীলনে যোগ দিয়েছেন প্যাট কামিন্স। সোমবারই কোয়ারেন্টিন পর্ব শেষ হয়েছে অজি তারকার। মঙ্গলবার প্রথমবার কেকেআরের জার্সিতে অনুশীলনে নামেন কামিন্স। তাঁকে নেটে বেশ ছন্দে দেখা যায়। ব্যাট-বল সবেতেই নিজেকে নিংড়ে দেওয়ার জন্য় তিনি যে প্রস্তুত তা বুঝিয়ে দিয়েছেন অনুশীলনে। তবে মুম্বই উল্টোদিকে এখনও ঠিকভাবে দলকে সাজিয়ে তুলতে পারেনি। পাণ্ড্য ভাইদের ছেড়ে দিয়েছে মুম্বই। তাঁদের জায়গা পূরণ করার মতো এখনও কাউকে পাওয়া যায়নি। তবে এদিন টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মরিয়া থাকবে রোহিত বাহিনী, তা বলাই যায়। 


এক নজরে মুম্বই ম্যাচে নাইটদের সম্ভাব্য একাদশ


ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স, টিম সাউদি


কলকাতা নাইট রাইডার্সের (KKR) পেস বোলিং বিভাগের সেরা ভরসা। আগেও কেকেআরের হয়ে খেলেছেন। নেতৃত্ব দিয়েছেন নাইটদের বোলিংকে। এবারও নিলাম থেকে ৭.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। যদিও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত থাকায় প্যাট কামিন্সকে (Pat Cummins) পায়নি নাইটরা। পরিবর্তে খেলানো হয়েছে টিম সাউদিকে।


পাকিস্তান সফর থেকে ১ এপ্রিল মুম্বইয়ে পৌঁছে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কামিন্স। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী তিনদিনের কোয়ারেন্টিন পর্ব চলছিল তাঁর। সোমবারই যা শেষ হল।


আরো পড়ুন: বিরাটকে রান আউট করলেন চাহাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মজাদার মিমস