পুণে: আইপিএলে আজ ২২ গজে ২ মুম্বইকরের মুখোমুখি মহারণ। ৫ বারের টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মহারাষ্ট্রের পুণে ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Pune Cricket Associaton) মাঠে খেলতে নামবে গতবারের রানার্স আপ দলটি। এবারের টুর্নামেন্টে শুরুটা ভাল করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এরপর একমাত্র আরসিবি (Royal Challengers Bangalore) ম্যাচে হেরেছে তারা। ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। শ্রেয়স ও রোহিত ২ জনেই মুম্বইয়ের হয়ে রাজ্য দলে খেলেন। আজ যদিও একসঙ্গে নয়, প্রতিপক্ষ হিসেবেই ২ জনে মাঠে নামবেন।


কলকাতা নাইট রাইডার্স


প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তার পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারতে হয় শ্রেয়স আইয়ারের দলকে। কিন্তু এরপরের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় নাইটরা। 


মুম্বই ইন্ডিয়ান্স


৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ের এবার তাদের অভিযান খুব একটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ও পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত বাহিনীকে। পাণ্ড্য ভাইরা এবার মুম্বই শিবিরে নেই। ফলে মিডল অর্ডারে কোথাও একটা ভারসাম্য একটু নড়বড়ে হয়ে গিয়েছে। পোলার্ড ও বুমরাও সেভাবে ফর্মে নেই এখনও। 


পুণে ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ বরবার ব্যাটারদের জন্য স্বর্গ। এমনকী ম্যাচ যত এগােয় ততই স্পিনাররাও পিচ থেকে সাহায্য পাবে বলে মনে করা হচ্ছে।


 


কাদের ম্যাচ




কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স



কোথায় খেলা


মহারাষ্ট্রের, পুণে ক্রিকেট অ্যাসোসিয়েশন


কখন শুরু


সন্ধে ৭.৩০


কোথায় দেখা যাবে


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে


আরো পড়ুন: জয়ের আনন্দেও আরসিবি শিবিরে ক্ষোভ আকাশের বল 'নো' ডাকা নিয়ে