মুম্বই: আইপিএলে আজ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমবার আইপিএলের (IPL) মঞ্চে খেলতে নেমেই নিজেদের জাত চিনিয়েছে লখনউ। কে এল রাহুলের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। অধিনায়ক হিসেবে আগে পাঞ্জাব কিংসের দায়িত্ব সামলালেও দলকে ট্রফি এনে দিতে পারেননি। কিন্তু এবার লখনউয়ের দায়িত্ব নিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া তিনি। আগের ম্যাচে দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর নেতৃত্বের দায়ভার তুলে নিয়েছেন ফাফ ডু প্লেসি। ২ দলই এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪ টি তে জিতে নিয়েছে। 


পয়েন্ট টেবিলে কে কোথায়?


আইপিএলের পয়েন্ট টেবিলে ৩ নম্বর পজিশনে রয়েছে কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টস। অন্যদিকে আরসিবিও এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছ। তারাও চারটে ম্যাচ জিতে নিয়েছে। কিন্তু রান রেটের বিচারে লখনউ এবার এগিয়ে রয়েছে পয়েন্ট টেবিলে। চতুর্থ স্থানে রয়েছে আরসিবি।


আজকের ম্যাচ


লখনউ সুপারজায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর


কোথায় খেলা


ডি ওয়াই পাটিল স্টেডিয়াম, নভি মুম্বই


কখন শুরু


খেলা শুরু সন্ধে ৭.৩০


কোথায় দেখা যাবে


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে


জাতীয় দলে সুযোগ পেতে মরিয়া কার্তিক


আরসিবির জার্সিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। প্রতি ম্যাচেই রান করছেন। নিজের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন নাইট অধিনায়ক বলেন, ''এটা সত্যি যে আমার একটা বড় লক্ষ্য রয়েছে। আমি অনেকদিন ধরে কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে চলছি। ভীষণ পরিশ্রম করছি। কখনও কখনও মানুষ তা বিশ্বাস করতে চায় না। কিন্তু আমার লক্ষ্য দেশের জন্য মাঠে নেমে স্পেশাল কিছু করার। দেশের জার্সিতে ফের খেলার জন্য় যা কিছু করতে হয়, সব কিছু করতে চাই চাই আমি। এই পারফরম্যান্সগুলো তারই একটা অংশ মাত্র।''