মুম্বই: ২ টো দলই প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে। পয়েন্ট টেবিলে তিন ও চার নম্বরে থাকা দুটো দলের আজ মুখোমুখি মহারণ। ২ টো দলই তাঁদের পুরনো একাদশই হয়ত ধরে রাখবে। শেষ ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। লখনউ শিবিরে দীপক হুডা, জেসন হোল্ডাররা মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে ভারসাম্য বাড়িয়েছেন দলের। অন্যদিকে আরসিবির এবারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট দীনেশ কার্তিকের ব্যাটিং। প্রাক্তন নাইট অধিনাক এবার প্রতি ম্যাচেই ফিনিশারের কাজ করছেন নিঁখুতভাবে।
আজকের ম্যাচে ২ দলের সম্ভাব্য একাদশ
লখনউ সুপারজায়ান্টস
কে এল রাহুল, কুইন্টন ডি কক, মণীশ পাণ্ডে, মার্কস স্টোইনিস, ক্রুণাল পাণ্ড্য, আয়ুশ বাদোনি, জেসন হোল্ডার, দুশমন্ত চামিরা, রবি বিষ্ণােই, আবেশ খান
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ফাফ ডু প্লেসি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহম্মদ সিরাজ, হর্ষল পটেল, জস হ্যাজেলউড
পয়েন্ট টেবিলে কে কোথায়?
আইপিএলের পয়েন্ট টেবিলে ৩ নম্বর পজিশনে রয়েছে কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টস। অন্যদিকে আরসিবিও এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছ। তারাও চারটে ম্যাচ জিতে নিয়েছে। কিন্তু রান রেটের বিচারে লখনউ এবার এগিয়ে রয়েছে পয়েন্ট টেবিলে। চতুর্থ স্থানে রয়েছে আরসিবি।
আগের ম্যাচে রাহুলের দুরন্ত সেঞ্চুরি
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬০ বলে অপরাজিত ১০৩ রান করেছিলেন কে এল রাহুল। চলতি আইপিএলে এটা দ্বিতীয় সেঞ্চুরি। জস বাটলারের পর। শনিবার ইনিংস ওপেন করতে নেমেছিলেন। সঙ্গী কুইন্টন ডি'কক। গত আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ডি'কক। শনিবার পুরনো দলের বিরুদ্ধে ১৩ বলে ২৪ রান করেন। দুই ওপেনার ৫.৩ ওভারে ৫২ রান যোগ করেন। এরপর কুইন্টন ফিরলেও রাহুলের সঙ্গে যোগ দেন মণীশ পাণ্ডে। ২৯ বলে ৩৮ রান করেন তিনি। তবে রাহুল শুরু থেকেই ছিলেন অদম্য। তাঁর ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা। শেষ দিকে ৮ বলে ১৫ রান করেন দীপক হুডাও।