মুম্বই: পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর দলের সঙ্গে সাত নম্বর দলের লড়াই। তফাৎ নেই খুব বেশি। শুধুমাত্র একটা দল এবারের টুর্নামেন্টে নতুন ও আরেকটি দল প্রথমবার আইপিএল জয়ের লক্ষ্যে মরিয়া। ২০০৮ সাল থেকে আইপিএল খেললেও এখনও পর্যন্ত একবারও ট্রফি জিততে পারেনি দিল্লি। এবার নতুনভাবে দল সাজিয়েছে তারা। ঋষভ পন্থের নেতৃত্বেই এবারের নতুন এক দিল্লি শিবির। 


দিল্লি ক্য়াপিটালস


এখনও পর্যন্ত ৩টি ম্য়াচ খেলে ২ টো ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপারজায়ান্টস। চেন্নাই সুপার কিংস ও হায়দরাবাদ সুপারজায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে কে এল রাহুলের নেতৃত্বাধীন দলটি। একমাত্র তাড়া হেরেছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে। 


দিল্লি ক্যাপিটালস


পয়েন্ট টেবিলে ৭ নম্বরে রয়েছে দিল্লি। ২ টো ম্যাচ এখনও পর্যন্ত খেলেছে দলটি। তার মধ্যে প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও পরের ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছে। 


ফিরছেন ওয়ার্নার, নোখিয়া?


ওয়াটসন জানালেন, বৃহস্পতিবার লখনউয়ের বিরুদ্ধে পাওয়া যাবে দলের দুই সেরা তারকা, ডেভিড ওয়ার্নার ও এনরিক নোখিয়াকে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে ফিরে সরাসরি মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ওয়ার্নার। ওয়াটসন বলেছেন, 'ওয়ার্নারের কোয়ারেন্টিন পর্ব শেষ। ওকে লখনউয়ের বিরুদ্ধে পাওয়া যাবে। যে খবরটা দারুণ রোমাঞ্চকর। এছাড়া নোখিয়াও খেলতে পারবে। গত দু'সপ্তাহ ওর রিহ্যাবিলিটেশন দারুণ গিয়েছে। ফিটনেস টেস্টেও পাশ করেছে নোখিয়া।'


কাদের ম্যাচ




দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপারজায়ান্টস



কোথায় খেলা


ডি ওয়াই পাটিল স্টেডিয়াম, নভি মুম্বই


কখন শুরু


সন্ধে ৭.৩০


কোথায় দেখা যাবে


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে